টপিকঃ ফটোশপ ও ইলেশট্রেটর এ বাংলা লেখার কিছু ভালো ANSI ফন্ট এর নাম বলবেন?
আমাকে ফটোশপ ও ইলেশট্রেটরে প্রচুর পরিমানে বাংলাদেশী সাইনবোর্ড, ব্যানার, ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। বর্তমানে আমি শুধু কালপুরুষ ANSI ফন্ট টি ব্যবহার করছি। আর কোন ভালো ফন্ট পাচ্ছিনা। বাংলা বিভিন্ন চমৎকার ফন্ট আছে। সেগুলি কিভাবে আমি ব্যবহার করতে পারি? কেউ কি একটু হেল্প করবেন। ধন্যবাদ।