টপিকঃ "আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - ধূর্ত আর মূর্খের ডায়ালগ।

"আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - এটা ধূর্ত আর মূর্খের ডায়ালগ।

অশিক্ষিত শাশুড়িরা কখনই চাননা তাদের ছেলের বৌ লেখাপড়া জানুক। এই বচনগুলো এই গোত্রেরই ধূর্ত মাথার ফসল।

যারা কোন একটা কাজ করতে পারেনা, তারা যখন দেখে, অন্য কেউ সেটা করার চেস্টা করছে, তারা সেটাকে থামানোর চেস্টা করে। ভেড়ার দল চায় না তাদের কেউ সিংহ হয়ে যাক। তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে এই লোকগুলোই তোমাকে হতাশ করতে চাইবে।

আশা রেখো।

এ সমাজের খুব অল্প কিছু মানুষ বিপদে তোমার পাশে থাকবে কিন্তু সমাজের একটা বড় অংশ তোমার বিপদে দেখেও না দেখার ভান করবে। এরা তোমার পেছনে তোমার দোষ নিয়ে ঠিকই কথা বলবে। তুমি যদি তাদের সাথে সমাজের নেতা গোছের লোকটার তোষামোদ না করো, তারা নিজেদেরকে নিয়ে ইনফেরিয়রিটি কমপ্লেক্স-এ ভুগবে এবং তোমাকে অসামাজিক বলবে।

নিজেকে একা মনে কোরো না।

মাথা ঠাণ্ডা রেখে বড় সিদ্ধান্ত নিতে শুরু করো, একা একা সবকিছু করার সাহস রাখো।

আজ যারা তোমাকে উপহাস করছে কাল তারাই তোমার পিছনে ছুটবে যখন তুমি ভালো কিছু করতে পারবে।

নিজের স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দিওনা। প্রতিযোগিতা করো নিজের সাথে। কাউকে হারিয়ে দিতে পেরে কেউ সুখী হয় না।


বিশ্বাস রেখো।

সুখী হওয়া খুবই সহজ।

Re: "আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - ধূর্ত আর মূর্খের ডায়ালগ।

সত্যই বলেছেন - মূর্খের ডায়ালগ। যেমন আঙ্গুর ফল টক

Re: "আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - ধূর্ত আর মূর্খের ডায়ালগ।

আসলেই দিনে দিনে আমরা  কেমন যেন স্বার্থপর আত্বকেন্দ্রিক হয়ে যাচ্ছি।অন্যের  উন্নতি আমাদের সহ্য হয় না।অন্যকে দমিয়ে রেখে নিজের উন্নতি করাই যেন দিনে দিনে আমাদের লক্ষ্য হয়ে যাচ্ছে ।আমি চেষ্টা করি মানুষকে উৎসাহিত করার জন্য।কারন আমার একটা ছোট উৎসাহ মুলক কথায় যদি কেউ নতুন ভাবে উৎসাহিত হয়ে কিছু করার চেষ্টা করে তাহলে মন্দ কি তাতে।হয়ত আমার এই ছোট একটি উৎসাহমুলক কথাই তার জীবনের পরিবর্তনে সাহায্য করবে। আপনাকে ধন্যবাদ এরকম সুন্দর একটি অনুপ্রেরণামুলক লেখা লেখার জন্য smile

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: "আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়।" - ধূর্ত আর মূর্খের ডায়ালগ।

হুমম এটাই বাস্তবিকতা sad

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত