সর্বশেষ সম্পাদনা করেছেন নিয়াজ মূর্শেদ (১৫-০৩-২০১৫ ১৭:২১)

টপিকঃ সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করা হোক

সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (০৯-০৩-২০১৫ ১৮:১১)

Re: সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করা হোক

কেন এই টাকা লাগবে সেটাই তো বুঝলাম না। আদৌতে মহিলা গৃহকর্মী যেতে একটাকা ও লাগে। উল্টো মালিকই খরচ পাতি দিয়ে শ্রমিক নিয়ে যায়। সরকার দেখি অধম ব্যবসায় নেমেছে  lol2

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করা হোক

আসলে এখানে সরকারের বিশার একটা লাভ আসে। কিভাবে জানেন? আমি রেমিটেন্স এর কথা বলছি না। ফ্রি তো নেয়া হবে ঠিক আছে। কিন্তু ব্যাংক ড্রাফ যে ১৭০ টাকা নেয় তা ১০০০০০ জন যদি ১৭০ করে দেয় তাহলে কত টাকা আসে? ১ কোটি ৭০ লক্ষ! সবাইকে তো নিবে না, কিন্তু ব্যাংক ড্রাফ তো সবাই করবে! আমি একজনের থেকে শুনেছি যে কোন মালিকের যদি লোকের প্রয়োজন হয় তা হলে সে ভিসা দেয় তার বিশ্বস্ত কর্ম চারির কাছে। যা তোর দেশ থেকে দুইজন লোক নিয়ে আয়। সে তো সরকারকে ভিসা দেয় না।
মুঝে লাগতাহে সামথিং গড়বড়!!!!!!!!!!!