টপিকঃ ১৫,০০০ তম পোষ্ট প্রজন্মে ......
প্রজন্মে সদস্য হিসাবে পরিসংখ্যান
নিবন্ধিত হয়েছি: ২১-১২-২০১০
পোস্ট সংখ্যা: ১৪৯৯৯
সম্মাননা: ২১৬৩
টপিক সংখ্যা : ১৪৬৪টি।
আজ প্রজন্মে আমার পোষ্ট সংখ্যা ১৫,০০০ হবে। ভাল লাগছে এত পোষ্ট করার জন্য। প্রজন্মে আমি পঞ্চম বছরে পদাপর্ণ করেছি। এই চার বছর ধরে আমি এক নাগাড়ে প্রজন্মের সাথে আছি। হয়তো দুই একদিন কিংবা দুই এক সপ্তাহ মিস হতে পারে।
অফিসে এসে আমার প্রথম কাজই হলো নেট অন করে প্রজন্ম অন করা। তারপর পছন্দনিয় পোষ্টগুলাতে মন্তব্য প্রদান। মন্তব্য ছাড়া যে টপিক চলে যাচ্ছে সেগুলো খুঁজে বের করে মন্তব্য করা।
প্রজন্মে এই টপিকটি নিয়ে সর্বমোট আমার টপিক সংখ্যা হবে ১৪৬৪টি। প্রতিদিনই পোষ্ট করা হয় দুই একটা অথবা তিনটা । মাঝে মাঝে টপিক করা থেকে বিরতও থাকি।
আমি কোন ভাল লেখিকা নই। আমার মাথায় জ্ঞানের ভান্ডার নেই। তবুএ হাবিজাবি লিখে সবার মন আর মাথা খারাপ করে দেই। লিখতে লিখতে এমন বদভ্যাস হয়েছে লিখতে না পারলে ভালই লাগে না। অবশ্য লেখার মাঝেই আমি আমার সুখ খুঁজে পাই তাই লিখি। অনেকেই হয়তো ভাবেন পারেনা কিছুই তবুও আসে লিখতে। আরে সবার মাথার ব্রেইন তো সমান না। আমি আমার মতই লিখে যাই । কখনো কল্পনায় কখনো বাস্তবতার নিরিখে। যদিও কাব্যিকতাটা কম আসে আমার মধ্যে তবুও কিছু বাস্তব উপলব্ধি হয়তো খুঁজে পান অনেকেই।
আর সবার ভালবাসা আছে বলেই আমি লিখে যাই। মূলত আমি ফেইসবুককে আমার কবিতার ডায়রী বানিয়েছি। রোজই হাবিজাবি লিখে প্রাথমিকভাবে পোষ্ট করে রাখি। পরে এডিট করে অন্য জায়গাতে পোষ্ট দেই। বর্তমানে কয়েকটা ব্লগে নিয়মিতই লিখে যাচ্ছি। অনেকেই সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমার সাথেই আছেন। উনাদের পরামর্শে লেখার পথের বাঁধাটা অনেকটাই কাটাতে পারছি।
যত ব্লগেই লিখি না কেনো। প্রজন্মে সবার আগে পোষ্ট দেই। প্রজন্ম আমার আষ্টেপৃষ্টে জড়িত। আত্মার সাথে জড়িত। প্রজন্মের ভালবাসা পেয়েই আমি লেখার পথে অনেকটা এগিয়েছি। এবারের বই মেলায় দুইটা বইয়ে আমার কয়েকটা অকবিতা বের হইছে। একটাতে ছয়টি অকবিতা আরেকটা বই হলো পাঁচজন কবিকে নিয়ে বই যাতে আমার হয়তো ২০/২২টা কবিতা আছে। বলতে লজ্জা লাগছে তবুও আনন্দটা শেয়ার করতে মন চাইছে তাই প্রকাশ করলাম আজ। জলছবি বাতায়ন প্রকাশন হতে কবিতার বইটির নাম কোমল গান্ধার আর এক রঙা এক ঘুড়ি প্রকাশন হতে সম্ভবত জলছাপ মেঘ হতে পারে।
আমি আমাকে কখনো ভাল লেখিকা বা কবি হিসাবে দাবী করি না অথবা এসব আমি হতেও চাই না। অবসরে যতটুকু মনের খোরাক মেটাতে পারি তাতেই আমি সুখি।
ইদানিং ফোরাম হালকা পাতলা গরম হয়েছে বলে আমার মনে হয় । যেদিন থেকে কিছু পুরাতন ফোরামিক ফোরাম ছেড়েছেন সেদিন থেকেই ফোরাম মন্থর গতিতে চলা শুরু হয়েছিল। আর একটা কারণ হলো কিছু ফোরামিক রাজনৈতিক আলাপ আলোচনা আর হাবিজাবি পোষ্ট দিয়ে ফোরামিকদের মন মানসিকতা নষ্ট করে দিয়েছেন। বিরক্ত হয়ে অনেকেই অন্য পোষ্টে মন্তব্য করা থেকে বিরত থাকেন। লগইন হন না তবে ফোরাম নিয়মিত পড়ে যান।
অনেকদিন যাবত ব্রাশো ভাইয়ার কোন খবর পাচ্ছি না। উনার জ্ঞানগর্ব পোষ্টও এখন ফোরামে পোষ্ট হচ্ছে না । হৃদয়দা,সদস্য১ উনাদেরও কোন পোষ্ট পাচ্ছি না। হয়তো সবাই কর্মজীবন নিয়ে অনেক ব্যস্ত আছেন। আশাকরি একদিন তারা আবার নিয়মিত হবেন ফোরামে। ফিরে আসবেন আমাদের মাঝে। মুনাপিকেও অনেক মিস করছি।
এবার এখনো বইমেলায় যাওয়া হয়নি। আশাকরছি দু একদিনের ভিতর যাবো। নীলা বলেছিল আজ অথবা কাল বইমেলা আসবে এবং আমাদের দেখা হবে। দুইজন মিলে অনেক রেশমি চুড়ি কিনবো। কিন্তু এখনো জানায়নি। ও সময় আর দিন জানালেই আমি প্রস্তুত বইমেলা যাওয়ার জন্য । ফোরামের কেউ বইমেলা আসলে দেখা হতে পারে। যেদিন যাবো সেদিন আজাইরাতে জানিয়ে যাবো। ইচ্ছে হলে আসতে পারেন বইমেলাতে।
আজ এ পর্যন্তই । ভাল থাকুন ভাল রাখুন সুস্থ থাকুন সর্বাবস্থায় নিরাপদে থাকুন এই কামনাই করছি।
প্রজন্মকে ভালবাসি
প্রজন্মের সাথে আছি এবং থাকবো। আল্লাহ হাফেজ
=====================
এই মেঘ এই রোদ্দুর