ছায়ামানব লিখেছেন:মাঝে মাঝেই অবাক হয়ে ভাবি আমরা এমন কেন?! 
এক ম্যাচে ভাল করার পর ১৫ ম্যাচে ডাক খাওয়াটা (অথবা ২/৪/৫) খুব সহজেই মানিয়ে নিতে পারি। আসলেই ভাবি মাঝে মাঝে, আমরা এমন কেন?
তামিম যে পরিমাণ সুযোগ পায়, শাহরিয়ার নাফিস/অলোক কাপালিদের কে এমন সুযোগ দিলে তো তারাও ১৫ ম্যাচে ১টা ৯০+ ইনিংস খেলত। ঠিক কি না?
-স্কটল্যান্ডের সাথে দেখলাম। ভাল টিমের সাথে কনসিসটেন্টলি ভাল খেলুক। দলে তার খেলা ঠেকায় কে? আমরা আর আগের জমানায় নাই যে তীর্থের কাকের মত ১০ ম্যাচ পর ১ ম্যাচের জন্য বসে থাকব।
অ.ট. আজকে ১০-২০ প্যাকেট ম্যাগি রান্না হওয়ার পরও তামিম যায় নাই 

OH DEAR NEVER FEAR SAIF IS HEREBOSS অর্থাৎ সাইফCloud Hosting BossHostBD