Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!
৩ রানে ৩ উইকেট তুলে নিলৈ টাইগাররা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!
৩ রানে ৩ উইকেট তুলে নিলৈ টাইগাররা।
অভিনন্দন টাইগার্স
হালুম...
জিইত্তা গেছিরে
রাত জেগে খেলা দেখে এখন মাথাধরে আছে শাকিব-মুশফিকুর ৫০ওভার পর্যন্ত থাকতে পারলে সার্থক হতো..
এত্ত খুশি লাগে ক্যারে
পাকিস্তানের ১ রানে ৪ উইকেট পড়ছে
খুবই অস্বাস্থ্যকর চাওয়া...
তবুও চাচ্ছি আজ অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের খেলাটা না হোক
ধুর বৃস্টির জন্য অস্ট্রেলিয়া বেচে গেল!
জিত্তা গেছি
লুল
ধুর বৃস্টির জন্য অস্ট্রেলিয়া বেচে গেল!
সেটাই!
আমাদের ভয়ে অষ্ট্রেলিয়ানরা প্রে করেছে যাতে ঝড়বৃষ্টি হয়।
পাকিস্তানের আজকে ১ রানে ৪ উইকেট গেছিল গা
বাংলাদেশের কোয়াটার ফাইনালে পাথটা কেউ একটু বিশ্লেশন করে দখান তো
হিসাবটা আমিই করলাম
মার্ক করা চারটা খেলায় ফলাফল অন্যরকম হতেও পারে। বাকিগুলোর ফলাফল মোটামুটি নির্ধারিত।
মোট কথা চতুর্থ স্থান নিয়ে ফাইটটা হবে বাংলাদেশ এবং ইংলেন্ডের সাথে।
যদি শ্রীলংকার সাথে ইংলেন্ড জিতে যায় তাহলে বাংলাদেশ শেষ।
আর তা না হয়ে যদি ইংলেন্ডের সাথে বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ যাবে।
আরেকটা পাথ হল, বাংলাদেশ - শ্রীলঙ্কা, বাংলাদেশ - নিউজিল্যান্ড, ইংল্যান্ড - স্কটল্যান্ড, আফগানিস্থান - ইংল্যান্ড এই চারটা ম্যাচের যেকোন একটাতে বৃষ্টির জন্য ড্রহলে রানরেটে বাংলাদেশ যাওয়ার সম্ভবনা আছে।
কোন কিছু মিস করলাম কি?
কোন কিছু মিস করলাম কি?
মনেতো হচ্ছে না
সোজা হিসেব বাকি চারটা ম্যাচের যেকোন দুইটা জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌছবে বাংলাদেশ
সাউথ আফ্রিকার খেলা দেখে মেজাজ খারাপ
প্রবাদ আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। শুরুতেই এনামুল যে ক্যাচ মিস করেছে তারই খেসারত দিচ্ছে আজকে টাইগাররা।
বাংলাদেশের প্লেয়ারগুলো খেলতেছে না ফাজলামী করতেছে বুঝতেছিনা
খেলা দেখে মন মেজাজ খুবই খারাপ
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!
০.০৬৬৭৩৯০৮২৩৩৬৪২৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.১৯৯৯৯০০৫৪৪৪৩ টি কোয়েরী চলেছে