২০১

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

আগামীকাল পাইনাল খেলা কয়টা থেকে শুরু হবে???

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

২০২

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

আজকে নিউজিল্যান্ডকে সাপোর্ট করব। কিন্তু খেলা দেখার আগ্রহ পাচ্ছি না।  sad

২০৩

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

ফাইনাল ম্যাচ একপেশে হলে ভাল লাগেনা।আশাকরছি গ্রুপ পর্বে অকল্যান্ডে  হওয়া অস্ট্রোলিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচের মত এই ম্যাচটাও বেশ জমজমাট হবে smile

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (২৯-০৩-২০১৫ ১৬:১৫)

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

ম্যাচটা যে অস্ট্রোলিয়া জিততে পারে তা ধারনা ছিল।কিন্তু এত যে একপেশী ম্যাচ হবে সেটা ধারনা ছিলনা।যাইহোক অস্ট্রোলিয়া টিমকে কনগ্র্যাচুলেশন  thumbs_up সাথে খারাপ লাগছে মাইকেল ক্লার্ক আর ভেক্টরির জন্য  sad ক্রিকেট বিশ্ব মিস করবে এই দুইজন গ্রেটকে smile

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

২০৫

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

পুরষ্কারেরে মঞ্চে লোটাস কামাল ছিল না, আইসিসি প্রকাশ্যে তাদের নোংরা মুখ দেখিয়ে দিল। বাংলাদেশের দরকার মাঠের পারফরম্যান্স দিয়ে এর জবাব দেয়া।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২০৬ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২৯-০৩-২০১৫ ১৮:৪১)

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

আইসিসির বাইরে একটা নতুন ক্রিকেট জোট গঠন করা দরকার। প্রয়োজনে টেপ-টেনিস বল দিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলবে। আমার মনে হয় অনেক দেশ পাওয়া যাবে ওই জোটে।

২০৭

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

দ্যা ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস ওয়ার্ল্ডকাপ হ্যাজ এন্ডেড cool

২০৮

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

ছোট বেলায় খেলার সময় মাঝে মাঝেই বেশ গোল বাধত নানা বিষয় নিয়ে , তখন  বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতেন নানু । তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনে প্রতিবার একি রকম রায় দিতেন ,মিলেমিশে খেল হিংসা করবা না। আর ছড়া কেটে বলতেন,হিংসা পাপ অতি মন্দ কভু নহে ভাল ,হিংসার কারনে তোর বর্ণ হল কালো ।এই কথা শোনার পর সবাই চেস্টা করতাম হিংসা না করতে মনে মনে করলেও মুখে প্রকাশ করতাম না  ভয়ে যদি কাল হয়ে যাই । এখন বড় হবার পর মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই কার গায়ের বর্ণ কালো না ধলা তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই তবে মনের রঙ কালো হলে সমস্যা।   
এ বছর ক্রিকেট বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেভাবে আ হ ম কামালের পরিবর্তে শ্রী নিবাসন ট্রফি প্রদান করলেন  তাতে তাদের মনের এই কুৎসিত চেহারাটা প্রকট হয়ে উঠছে।কেউ কারও প্রাপ্য সম্মান কখনই কেড়ে নিতে পারে না বরং এই কাজটি করতে গিয়ে সে নিজেই অনেক ছোট হয়ে যায় ।

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

২০৯

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

২১০

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২১১

Re: ইন্ডিয়ান ক্রিকেট সার্কাস(আইসিসি) ওয়ার্ল্ডকাপ ২০১৫ সংক্রান্ত আলোচনা!

ওয়াল্ড কাপ তো শেষ।এখন পাকিস্তান আর বাংলাদেশ সিরিজ নিয়ে একটা আলাদা টপিকস হলে মনে হয় ভাল হয়।বর্তমানে যে আবহাওয়া চলছে সিরিজ শুরু হওয়ার পর না কয়বার বৃষ্টি বাগড়া দেয় এই চিন্তা করতাছি dream

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত