Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
উপকরণ দেখলে মাথা গরম হয়ে যায়
ধন্যবাদ আপি
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
এহ! খোঁচা দিলাম কাল রেসেপি আসছে আজকে!
বলে কিনা এখনি!
যাক রাইট টাইমে রাইট রেসেপি!
দাঁড়ান বুয়া মুরগি ধুইতেছে
বলি আমার জন্য কয়েক টুকরা আলাদা রাখতে!
আজকে বিকালে ট্রাই করে দেখব!
যদি মনে থাকে আরকি! বাসায় সয়াসস আছে!
কিন্তু অয়েস্টার সস!
মনে হয় নাই!
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
দেখতে তো সেইরকম লাগছে
আচ্ছা এতরকমের সস না দিলে কি কোন প্রব্লেম আছে? ধরেন শুধু চিলি সস বা টমেটো সস দিলে হবে না?
আর জল, রান্না কইরা দুই পিস আমার জন্যে রাইখা দিও
৭ ২৯-০১-২০১৫ ১২:২১ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (২৯-০১-২০১৫ ১২:২৪)
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
এটা বানানো যায় না
আম্মাকে বললে তো এখন চামুচ দিয়া বারি মারবে! রান্নাবান্না পারস না, আবার সস কিনে কিনে বাড়ি ভরতি! ('ন বডি লাভ'স মি
)
এক সালাদ ড্রেসিং এর জন্য বটল কিনে এনে দুই দিন মুখে দিতে পারি নাই এত গন্ধ। এটা দেখি আর আফসোস করি! কি কিনে আনলাম
আম্মা চান্স পাইলেই খোঁচা মারে!
এর থেকে সালাদের সাথে টক দই আর চাট মসলা মিশায় দিয়ে খেলেও মজা!
বিকালের ভাবির বাসায় চলে যাব
ভাবি কাছে আছে আমি জানি
আপু থ্যাঙ্কু রেসেপির জন্য
ছায়া মানব! হবে কিন্তু মেইন মজাটা পাবা না আরকি!
আর ফারতাম না আমি খাওয়াইতে! নিজেরটা নিজে কইরা খাও
ব্যাচেলর্স রান্না ঘরে এই সব আবদার করা ঠিক না! DIU policy
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
আপনাদের আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে মুরগির মাংসের ভর্তা নামক কোন রেসিপি থাকলে এক খানা পোষ্ট দিয়েন...
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
বাহ্, বেশ তো! এক্কেবারে সহজ!! চেষ্টা করে দেখব'খন
ইয়ে একটা কথা... আম্মার রান্নার ছেঁড়া রান্নার খাতাখানা সেলাই করে নিলে পারেন না? নিদেনপক্ষে একটু আঁঠা লাগিয়ে নিলে ভাল হত না?
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
খাই ইচ্ছা হইতাছে
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
শেয়ার করার জন্য ধন্যবাদ এ রান্না তে আমার বাবা আবার পারদর্শী
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
মাইক্রোওভেনে গ্রিল বানানোর পদ্ধতি শিখিয়ে দিবেন?
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
আহ, জিভে জল আনা পোস্ট, ক্যারি অন..
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
mizvibappa শুধু বাবা না ছেলেকেও পারদর্শী হতে হবে ধন্যবাদ
গৌতম , আচ্ছা শিখাবনে
সীমান্ত ঈগল (মেহেদী) ধন্যবাদ
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
আমি অলরেডি প্র্যাকটিস করেছি। কিন্তু মুরগিটা অতিরিক্ত শুকনো হয়ে গিয়েছিল। কড়াইতে তেলে ভাজার সাথে ওভেনে ভাজার কোনো পার্থক্য পাইনি। আপনি একটা রেসিপি দিয়েন।
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: মুরগি ভাজা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
হ, দেন। তাও একটা রেসিপি দেন!