টপিকঃ ব্যথা করছে অনেক ব্যথা
আজ দুপুরে ভাত খেতে গিয়ে মাছের কাটা গলাই আটকাই গেছে। কি যে করব বুঝতে পারছি না । অনেক কষ্টে আছি। ভাই আর লিখতে পারব না অনেক ব্যথা করছে। কাটা বের করতে কি করব কার জানা থাকলে জানাবেন । অনেক উপকার হবে। অনেক অনেক কষ্টে আছি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » ব্যথা করছে অনেক ব্যথা
আজ দুপুরে ভাত খেতে গিয়ে মাছের কাটা গলাই আটকাই গেছে। কি যে করব বুঝতে পারছি না । অনেক কষ্টে আছি। ভাই আর লিখতে পারব না অনেক ব্যথা করছে। কাটা বের করতে কি করব কার জানা থাকলে জানাবেন । অনেক উপকার হবে। অনেক অনেক কষ্টে আছি।
১. সাদা ভাত মুঠো করে গিলে ফেলুন। দেখেন কাজ হয় কিনা। কাজটা কয়েকবার করুন। চিবিয়ে খাবেন না, জাস্ট গোল গোল করে গিলে ফেলবেন।
২. এক গ্লাস কোক বা স্প্রাইট খান। কাটা নরম হয়ে যাওয়ার কথা।
৩. কোনোটাতেই কাজ না হলে শিগগির ডাক্তারের কাছে যান।
১. সাদা ভাত মুঠো করে গিলে ফেলুন। দেখেন কাজ হয় কিনা। কাজটা কয়েকবার করুন। চিবিয়ে খাবেন না, জাস্ট গোল গোল করে গিলে ফেলবেন।
২. এক গ্লাস কোক বা স্প্রাইট খান। কাটা নরম হয়ে যাওয়ার কথা।
৩. কোনোটাতেই কাজ না হলে শিগগির ডাক্তারের কাছে যান।
কাজ হলো না।
নাক, কান ও গলা (ENT) ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসুন...উল্টা পালটা কিছু করলে হিতে বিপরীত হতে পারে...
আজ দুপুরে ভাত খেতে গিয়ে মাছের কাটা গলাই আটকাই গেছে। কি যে করব বুঝতে পারছি না । অনেক কষ্টে আছি। ভাই আর লিখতে পারব না অনেক ব্যথা করছে। কাটা বের করতে কি করব কার জানা থাকলে জানাবেন । অনেক উপকার হবে। অনেক অনেক কষ্টে আছি।
সাইলেসিয়া নামে একটা হুমিও ঔষধ আছে যেটা খেলে কাঁটা নেমে যায়
এই ঔষধ টা আমি এবং আমার কলিগরা সব সময় কাটা লাগলে খাই এবং উপকার পেয়েছি শতভাগ
cylecia.....ইংলিশ বানানটা ঠিক মনে নাই । তবে হুমিও দোকানে সাইলেসিয়া বললেই দিবে
লেবু খান
গলায় কাঁটা আটকে থাকলে কয়েক ঢোক পানি খেলে তা পানির ধাক্কায় পাকস্থলীতে নেমে চলে যায়। তারপরেও না গেলে কিছুক্ষণ পর পর কয়েক ঢোক পানি খেতে হবে।
শুকনো ভাত দলা করে খাওয়ানোর কোন প্রয়োজন নেই। কেননা খাঁজে আটকে থাকা কাঁটাকে এরা স্পর্শ করতে পারে না আর বিঁধে থাকা কাঁটাকে ধাক্কা দিলে কাঁটাটা আরো পোক্ত হয়ে গেঁথে যেতে পারে। যে কাঁটা সরে যাবার সেটা এমনিতেই ঢোক গেলার এক পর্যায়ে গলা থেকে সরে যাবে। এরপরেও যদি গলায় কাঁটা থেকে যায় তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকেরা একটা চিমটা দিয়ে গলার ভেতর থেকে কাঁটা তুলে নিয়ে আসতে পারেন।
অনেক চেষ্টার পরে ফলাফল 0 . এবার শেষ ভরসা চিকিৎসকের শরণাপন্ন হওয়া । ওকে সবাই দয়া করবেন যেন এই নরক কষ্ট থেকে মুক্তি পাই।
অনেক চেষ্টার পরে ফলাফল 0 . এবার শেষ ভরসা চিকিৎসকের শরণাপন্ন হওয়া । ওকে সবাই দয়া করবেন যেন এই নরক কষ্ট থেকে মুক্তি পাই।
আপনাকে বললাম তো সাইলেসিয়া নিয়ে আসেন
যতবার কাঁটা লেগেছে ততবারই
আমরা সবাই খেয়েছি
হুমিও তে যান
কোথা থেকে একটা বিড়াল যোগাড় করে তার পা ধরে মাফ চান........কাটাঁ আপ্না আপ্নি নেমে যাবে......
ওহ শান্তি পেলাম। কি যে কষ্টে ছিলাম। যাক কি আর করার এবার থেকে তাড়াহুড়া করে কোন কাজ করবো না।
ওহ শান্তি পেলাম। কি যে কষ্টে ছিলাম। যাক কি আর করার এবার থেকে তাড়াহুড়া করে কোন কাজ করবো না।
শেষে কি বেড়ালের পা ধরে মুক্তি মিলল আপনার?
jahidulraju86 লিখেছেন:ওহ শান্তি পেলাম। কি যে কষ্টে ছিলাম। যাক কি আর করার এবার থেকে তাড়াহুড়া করে কোন কাজ করবো না।
শেষে কি বেড়ালের পা ধরে মুক্তি মিলল আপনার?
বিড়ালের তো চার পা কোনটি ধরবো তাতো বলেননি।
jahidulraju86 লিখেছেন:অনেক চেষ্টার পরে ফলাফল 0 . এবার শেষ ভরসা চিকিৎসকের শরণাপন্ন হওয়া । ওকে সবাই দয়া করবেন যেন এই নরক কষ্ট থেকে মুক্তি পাই।
আপনাকে বললাম তো সাইলেসিয়া নিয়ে আসেন
যতবার কাঁটা লেগেছে ততবারই
আমরা সবাই খেয়েছিহুমিও তে যান
tnx
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » ব্যথা করছে অনেক ব্যথা
০.০৬৯৬১৭০৩৩০০৪৭৬১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৩৯৭০০৭১৮১৬৩ টি কোয়েরী চলেছে