টপিকঃ উবুন্টু ১২.০৪ আপডেট করতে পারছি না
গত তিন বছর যাবত উবুন্টু ১২.০৪ ব্যবহার করছি। গত ২১/০১/২০১৫ থেকে আপডেট করতে পারছি না। Terminal ব্যবহার করে নানা ধরনের কোড লিখেছি, কাজ হচ্ছে না। অবশেষে জানা গেল আইপি ব্যান(বন্ধ) করা হয়েছে। কেন করা হয়েছে বুঝতে পারছি না? এ বিষয়ে সাহায্য চাচ্ছি। এখন কোন প্রকার ডাউনলোড করতে পারছি না। ইন্টারনেট ও অন্যান্য কাজ করতে পারছি ।