টপিকঃ উবুন্টু ১২.০৪ আপডেট করতে পারছি না

গত তিন বছর যাবত উবুন্টু ১২.০৪ ব্যবহার করছি। গত ২১/০১/২০১৫ থেকে আপডেট করতে পারছি না। Terminal ব্যবহার করে নানা ধরনের কোড লিখেছি, কাজ হচ্ছে না। অবশেষে জানা গেল আইপি ব্যান(বন্ধ) করা হয়েছে। কেন করা হয়েছে বুঝতে পারছি না? এ বিষয়ে সাহায্য চাচ্ছি। এখন কোন প্রকার ডাউনলোড করতে পারছি না। ইন্টারনেট ও অন্যান্য কাজ করতে পারছি ।

Re: উবুন্টু ১২.০৪ আপডেট করতে পারছি না

echo "Y" | sudo apt-get update && echo "Y" | sudo apt-get upgrade && echo "Y" | sudo apt-get dist-upgrade

এটা দিয়ে এক কমান্ডেই আপডেট হওয়ার কথা।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: উবুন্টু ১২.০৪ আপডেট করতে পারছি না

আছেন কৈ? এল টি এস এ,
আপডেট কি আইতেয়াসে?
হোমটাকে সেভ করে দেন না উড়িয়ে,
প্রিসি প্যাঙ্গোলিন গেছে তো বুড়িয়ে ... ... ... isee

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত