টপিকঃ ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
গতকাল একটা সুযোগে ঢাকা ইপিজেডে ইটিপি (বর্জ্য পানি পরিশোধনাগার) পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার সেন্ট্রাল/কমন ইটিপি ছাড়াও আরো দুইটি প্রতিষ্ঠানের ইটিপি এবং পাওয়ার প্লান্ট দেখে এসেছি। কিছু কিছু বিষয় এ্যাতদিন শুধু বইপত্রে আর বিদেশে দেখে থাকলেও দেশে বাস্তবে দেখে খুব ভাল লাগলো। আগ্রহীদের জন্য ছবিগুলোর সাথে কিছু ব্যাখ্যা যোগ করে দিলাম। ভ্রমণের বর্ণনা আপাতত উহ্য থাকলো। ছবিগুলো মোবাইলের গরীব ক্যামেরা দিয়ে তোলা, তার সাথে পরবর্তীতে ইমেজ এডিটর দিয়ে ব্যাখ্যা যুক্ত করা হয়েছে।
যে কোনো ইটিপি'র শুরুতেই থাকে স্ক্রিন, যা ভাসমান ময়লা দুর করে। প্রাথমিক বড় ফাঁকওয়ালা স্ক্রিনের পর মাইক্রোস্ক্রিন থাকে ছোট আকারের ভাসমান ময়লাগুলোকে আটকানোর জন্য। এই ইটিপির সেই মাইক্রোস্ক্রিন বা মাইক্রোস্ট্রেইনারের পর সেখানে আটকানো ময়লা সংগ্রহের জন্য স্ক্রু কনভেয়ার সেট করা আছে - যা আমার জন্য নতুন ছিল।
চিত্র: ইনলেট চ্যানেলে মাইক্রোস্ট্রেইনার
স্ক্রু কনভেয়ার জিনিষটা বেশ সহজ সরল জিনিষ। অনেকের বাসাতেই হাতে ঘুরানো কিমা মেশিন, সেমাই মেশিন আছে যা একই মূলনীতিতে যন্ত্রের ভেতর দিয়ে মালমশলা চালনার কাজ করে।
চিত্র: স্ক্রু কনভেয়ার
এয়ারেশন বা বাতাস দেয়া পানি সরবরাহ কিংবা পয়ঃনিষ্কাশনের বর্জ্য পরিশোধন দুই ধরণের ট্রিটমেন্টেই একটা অত্যাবশ্যকীয় উপাদান। কয়েকভাবে এয়ারেশন করা গেলেও ডিফিউজড এয়ার এয়ারেশন খুবই কার্যকর পদ্ধতি বলে সারা দুনিয়াতে বর্জ্য পরিশোধনে বেশি ব্যবহৃত হয়।
চিত্র: এয়ারেশনের কারণে বেসিনে পানির ওলটপালট
চিত্র: বেসিনের নিচে বাতাস ছড়ানোর পাইপের সেটিং
চিত্র: বাতাস দেয়ার এলাহি কারবার
উপরের সবগুলো ছবিই ঢাকা ইপিজেডের সিইটিপি (সেন্ট্রাল/কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) থেকে নেয়া। নিচের ছবিটা অন্য একটা কারখানার ইটিপির অপরিশোধিত ও পরিশোধিত পানির তুলনামূলক ছবি।
চিত্র: অপরিশোধিত ও পরিশোধিত পানি
এখানে মজার ব্যাপার হল, এই পরিশোধিত পানির একটা অংশ আবার পাশের আরেকটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির কয়েক হাজার শ্রমিকদের জন্য টয়লেট ফ্লাশিঙের কাজে ব্যবহার করা হয়।