টপিকঃ র্যাম প্রায় ফুল হয়ে গেছে
র্যাম প্রায় ফুল হয়ে গেছে কিন্তু তেমন কোনো এ্যাপ রানিং নেই। এর কারন & সলিউশন কি? (গুগলায়া ফল পাইনাই)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » র্যাম প্রায় ফুল হয়ে গেছে
র্যাম প্রায় ফুল হয়ে গেছে কিন্তু তেমন কোনো এ্যাপ রানিং নেই। এর কারন & সলিউশন কি? (গুগলায়া ফল পাইনাই)
অ্যাপ রানিং নেই বুঝলা ক্যাম্নে? ব্যাকগ্রাউন্ডে কি কি রান করতেছে সেটা আগে চেক করো।
রিস্টার্ট দিলে ram খালি হয়ে যাবে। বারবার এই সমস্যা দেখা দিলে কিছু এপ/গেমস আনইন্সটল দিন।
রিস্টার্ট দিলে ram খালি হয়ে যাবে। বারবার এই সমস্যা দেখা দিলে কিছু এপ/গেমস আনইন্সটল দিন।
হা রিস্টার্ট দেয়ার পর ঠিক হইসে। এটার কারন কি?
অ্যাপ রানিং নেই বুঝলা ক্যাম্নে? ব্যাকগ্রাউন্ডে কি কি রান করতেছে সেটা আগে চেক করো।
রানিং এ্যাপ দেখেই বলছি।
এন্ড্রয়েড হলে রুট করো। রুটের জন্য ভাল একটা সফ্টওয়্যার হল iRoot
USB Debugging On করে চালু করলেই রুট করে ফেলে।
রুটের পর প্লেস্টোর থেকে গ্রিনিফাই/Greenify নামে একটা এপ নামাও। ওটা দিয়ে যেসব এপ ব্যকগ্রাউন্ডে চলার দরকার নেই, সব হাইবারনেট করে রাখো। ব্যাটারির লাইফও দ্বিগুণ হয়ে যাবে, পার্ফরমেন্সও বাড়বে।
হা রিস্টার্ট দেয়ার পর ঠিক হইসে। এটার কারন কি?
![]()
এন্ড্রয়েডে প্রচুর এপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চালু হয়ে যায়। এগুলোর জন্যই সমস্যাটা হয়। এগুলো ম্যানুয়ালী ক্লোজ করেও তেমন লাভ হয়না, একটু পর আবার চালু হয়। অনেক প্রোভাইডার এজন্য ফোনেই অপশন দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড এপ বন্ধ রাখার (যেমন সনি, স্যামসাং)। ওগুলো না থাকলে ভরসা থার্ড পার্টি এপ যেটা ব্যাকগ্রাউন্ডে এপ চালু হতেই দেয়না (যেমন greenify)। এটা ব্যবহার করতে হলে ফোন রুট করা লাগবে।
যেটা ব্যাকগ্রাউন্ডে এপ চালু হতেই দেয়না (যেমন greenify)। এটা ব্যবহার করতে হলে ফোন রুট করা লাগবে।
রুট ছাড়াও চালানো যায় তবে তত বেশী হেল্পফুল হয় না আর কি কয়েকদিন পরপর সেটটি একবার রিস্টার্ট দিবেন যদি রেম বেশী পরিমাণে রেম ফুল হয়ে যায় তাহলে আর কি
এন্ড্রয়েড হলে রুট করো। রুটের জন্য ভাল একটা সফ্টওয়্যার হল iRoot
USB Debugging On করে চালু করলেই রুট করে ফেলে।রুটের পর প্লেস্টোর থেকে গ্রিনিফাই/Greenify নামে একটা এপ নামাও। ওটা দিয়ে যেসব এপ ব্যকগ্রাউন্ডে চলার দরকার নেই, সব হাইবারনেট করে রাখো। ব্যাটারির লাইফও দ্বিগুণ হয়ে যাবে, পার্ফরমেন্সও বাড়বে।
রুট তো ইচ্ছা করলেই করতে পারি। কিন্তু রুট করতে ভালো লাগছেনা। আমার আগের ফোনটা রুট করার পর ভালোই ছিলো। কিন্তু আস্তে আস্তে কেমন যেন বদলে গেলো। এ্যাপ ক্র্যাশ ও ইনসাফিসিয়েন্ট মেমোরী ছাড়াও আরো অনেক অদ্ভুত সমস্যা শুরু করেছিলো। সেম থিং হ্যাপেন্ড উইথ ভাইয়ার ফোন।
হুম..অনেককিছু শিখলাম।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » র্যাম প্রায় ফুল হয়ে গেছে
০.০৫২৫৭৪৮৭২৯৭০৫৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.১৬৪০১৫৫০৯১৪৯ টি কোয়েরী চলেছে