টপিকঃ হার্ডডিস্ক সমস্যা...
হার্ডডিস্ক নিয়ে নতুন একটা সমস্যায় পড়লাম...
তার আগে পিসি কনফিগারেশনটা বল নেই:-
প্রসেসর: ইন্টেল কোর আই থ্রি
র্যাম: ৪জিবি (ডিডিআর থ্রি)
মাদারবোর্ড: বায়োস্টার
হার্ডডিস্ক: স্যামসং সাটা (১ টেরা)
পিসিতে উইন্ডোজ ৭ চালাচ্ছি। কয়েকদিন আগে এই পিসিতেই স্যামসং এর আরকেটা ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক লাগালাম। এটাতে ড্রাইভ ছিল ৩টা। OS ছিল XP। হার্ডডিস্ক ভালভাবেই পেল। দুটো হার্ডডিস্কই কাজ করছে। কিন্তু কয়েক মিনিট চলার পর দ্বিতীয় অর্থ্যাৎ ৫০০ জিবির হার্ডডিস্ক এর সি ড্রাইভটা ওপেন করতে গেলে ফরম্যাট দিতে বলে। দিলাম ফরম্যাট। ঠিক হল। পরে পিসি অাবার রিস্টার্ট দেওয়ার পর সেম কাহিনি। দিলাম ফরম্যাট। কিন্তু এবার আর ফুল ফরম্যাট হল না। ম্যাসেজ দেখাল ড্রাইভ ফুল ফরম্যাট হবে না। এডমিনেস্ট্রট্রর টুল থেকে ফরম্যাট দিলাম।হল। পরে পিসি রিস্টার্ট হবার পর আবারও একই কাহিনি। সি ড্রাইভ ক্লোজ হয়ে থাকে, ফরম্যাট চায়। পরে বিরক্ত হয়ে ড্রাইভটা এভাবে রেখেই পিসি চালালাম কয়েকদিন। সি ড্রাইভ বাদে অন্যদুটো ড্রাইভসহ পিসি ভালভাবেই চলল। ৩/৪ দিন পর পিসি স্টার্ট করলে উইন্ডোজ আসার আগে কয়েক মিনিট সময় নিয়ে ডিস্ক চেক করে। পরে ভালভাবেই চলে। এভাবেই কিছুদিন চলছিল। কিন্তু বিষয়টা আমার কাছে ভাললাগেনি। তাই নতুন ড্রাইভটা (৬ মাসের মত ব্যবহার হয়েছে) XP দিয়ে সবগুলো ড্রাইভ ভেঙ্গে নতুন করে আবার ৩টা ড্রাইভ বানালাম।
কিন্তু একি...! এখন আর এক্সপি সেটাপই নেয় না। ৪% ফরম্যাট হয়েই আটকে থাকে। অনেকবার ড্রাই করলাম নিল না। ১ টেরা হার্ডড্রাইভ খুলে এটাকে সিঙ্গেলভাবে লাগিয়েও ট্রাই করলাম, নিল না। ৭ দিয়ে ট্রাই করলাম, ফরম্যাট হয় কিন্তু নিচে ম্যাসেজ দেখায় ''এই ড্রাইভে ওএস সেটাপ দেওয়া যাবে না"। অন্য ড্রাইভে ট্রাই করলাম, একই কেস। লিনাক্স দিয়ে ট্রাই করলাম। হল না। শেষে ৮ দিয়ে ট্রাই করতে যেয়ে একই ম্যাসেজ পাই। তারপরও ৮ কন্ট্রিনিউ করি। অবাক হলেও সত্য, সেটাপ ভালভাবেই নিল। পিসি ভালভাবেই চলল। কিন্তু গতকাল থেকে আবার পিসি চালু করলেই ম্যাসেজ আছে হার্ডডিস্ক প্রবলেম আছে....। ক্রিস্টাল ডিস্কইনফো দিয়ে চেক করলাম- ১টেরার কন্ডিশন Good, ৫০০ জিবিরি কন্ডিশন ব্যাড! সেক্টরে প্রবলেম আছে...!
বলেন তো কি ঝামেলা! দুদিন আগ পর্যন্ত চেক করলাম, ভালই ছিল। আর আজ....!
পরে হিরেন বুট সিডির সাথে দেওয়া HDD Regenarator দিয়ে চেক করলাম। ৫ ঘন্টায় মাত্র ৪০ জিবি স্ক্যান করে। বিরকাত হয়ে পরে প্রসেস বন্ধ করে দেই। তবে এই পাচ ঘন্টায় ৩১৪টা ব্যাড সেক্টর পেল....
যাক, মূল বিষয়টা বুঝাতে অনেক বকবক করলাম। এবার কিছু প্রশ্ন মাথায় আসছে-
১. এই পুরো বিষয়টার মূল কারণ কি হতে পারে?
২. দুটো হার্ডডিস্ক একসাথে ব্যবহার করলে কি এরকম সমস্যা হয় ?( এর আগে দুটো ড্রাইভ একসাথে ব্যবহার করার অভিজ্ঞতা নাই)
৩. দুটো হার্ডডিস্ক একসাথে ব্যবহার করলে দুটো ডিস্কের c ড্রাইভে দুটো অপারেটিং সিস্টেম থাকলে কি কোনও ঝামেলা হয়? যেমন: আমার ১ টেরা লাগানো ছিল। পরে ৫০০ জিবির আরেকটাতে অালাদাভাবে একই পিসিতে বা অন্য কোনও পিসিতে এক্সপি সেটাপ দিয়ে পরে ৫০০ জিবির হার্ডডিস্ককে সেকেন্ডারি করে চালু করলে কোনও সমস্যা হয় কি? আমার তো হল.... কেন?
৪. পিসিতে দ্বিতীয় হার্ডডিস্ক লাগালে সেই ডিস্কে কি ওএস সেটাপ থাকতে হয়? নাকি ওএস সেটাপ ছাড়াই চালানো যাবে? আমার বেলায় প্রবলেম হল কেন?
৫. হার্ডডিস্কে ব্য্রাড সেক্টর পড়লে এটা কি পুরোপুরি রিমুভ করা সম্ভব? অনেকে বলে রিপেয়োর করলে ঠিক হয়ে যায়.... বিষয়টা সম্পর্কে একটু ধারণা চাই....
৬. এখন এই ডিস্কটাকে কি আর ব্যবহার করা যাবে? কিভাবে কি করব....
ফোরামে অনেক অভিজ্ঞজন আছেন। আশাকরি কারও না কার কাছ থেকে সহযোগিতা পাব....