টপিকঃ ললিপপ ইন্সটল করবো কিভাবে?
আমার মোবাইলে এখন কিটক্যাট আছে। আমি ললিপপ ইন্সটল করতে চাই। উপায় কি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » ললিপপ ইন্সটল করবো কিভাবে?
আমার মোবাইলে এখন কিটক্যাট আছে। আমি ললিপপ ইন্সটল করতে চাই। উপায় কি?
মোবাইল ফোনে ললিপপ ইনস্টল করা তো খুবই সহজ!
এসো-নিজে-করি পদ্ধতিঃ
১) মোবাইলের চার্জার বা হেডফোনের ছিদ্র খুঁজে বের করুন
২) পাড়ার মুদি দোকান থেকে স্ট্রবেরী ফ্লেভারড একটি ললিপপ কিনুন
৩) মোবাইলের ফুটা দিয়ে ললিপপের স্টিক ইনসার্ট করুন
৪) এবার ললিপপের মোড়ক খুলে ব্ল.... মানে চাটতে থাকুন....
পিএসঃ যদি ললিপপ রম আপগ্রেড করতে চান সেক্ষেত্রে দয়া করে আপনার মোবাইল ফোনের প্রয়োজনীয় ডিটেলস (মেক, মডেল) জানালে ফোরাম অশেষ কৃতজ্ঞ বোধ করবে
মোবাইল ফোনে ললিপপ ইনস্টল করা তো খুবই সহজ!
এসো-নিজে-করি পদ্ধতিঃ
১) মোবাইলের চার্জার বা হেডফোনের ছিদ্র খুঁজে বের করুন
২) পাড়ার মুদি দোকান থেকে স্ট্রবেরী ফ্লেভারড একটি ললিপপ কিনুন
৩) মোবাইলের ফুটা দিয়ে ললিপপের স্টিক ইনসার্ট করুন
৪) এবার ললিপপের মোড়ক খুলে ব্ল....মানে চাটতে থাকুন....
পিএসঃ যদি ললিপপ রম আপগ্রেড করতে চান সেক্ষেত্রে দয়া করে আপনার মোবাইল ফোনের প্রয়োজনীয় ডিটেলস (মেক, মডেল) জানালে ফোরাম অশেষ কৃতজ্ঞ বোধ করবে
Epic :3
পিএসঃ যদি ললিপপ রম আপগ্রেড করতে চান সেক্ষেত্রে দয়া করে আপনার মোবাইল ফোনের প্রয়োজনীয় ডিটেলস (মেক, মডেল) জানালে ফোরাম অশেষ কৃতজ্ঞ বোধ করবে
জানিনা এতে কোনো হেল্প হবেনাকি।
আমার primo f4 কি সম্ভভ ।অলরেডী রুটেড
ভাই ললিপপ অফিসিয়ালি আপড্যাট এখনো আসে নাই আপনার ফোনের জন্যা।
মোবাইল ফোনে ললিপপ ইনস্টল করা তো খুবই সহজ!
এসো-নিজে-করি পদ্ধতিঃ
১) মোবাইলের চার্জার বা হেডফোনের ছিদ্র খুঁজে বের করুন
২) পাড়ার মুদি দোকান থেকে স্ট্রবেরী ফ্লেভারড একটি ললিপপ কিনুন
৩) মোবাইলের ফুটা দিয়ে ললিপপের স্টিক ইনসার্ট করুন
৪) এবার ললিপপের মোড়ক খুলে ব্ল....মানে চাটতে থাকুন....
এই রকম প্রাক্টিকাল জোক্স মেলাই মজাকদার
ব্রাসুদার কমেন্ট পড়ে হিহি করে হাসলাম তারপর স্ক্রল করে উপরে উঠে নিশ্চিত হলাম টপিকদাতা আসলেই মেরাজ কিনা
যাকগে তোমার ফোনের অফিশিয়াল ললিপপ আপডেট পাওয়ার সম্ভবত কোন সম্ভাবনা নেই। তারপরেও এটা কোন সেটের রিব্র্যান্ড সেটা বের করে গুগোল করে দেখতে পার। আগেই বলে দিতে পারি কোন লাভ হবে না তারপরেও চাইলে কিছু সময় নস্ট করতেই পার
এই মূহুর্তে সিম্ফোনী রোর এ৫০ ছাড়া বাজারের আর কোন চাইনীজ সেটের ললিপপ আপডেট পাওয়ার নিশ্চয়তা তো দূরের কথা সম্ভাবনাও নাই।
রুট মারেন
কাস্টম রম দেওয়ার জন্য রুট করা আবশ্যক নহে
ওয়ালটনের এসব জাতীয় ডিভাইসের জন্য ললিপপ আপডেট ছাড়ে তাহলে আপনাকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে।এসপি টুলস দিয়ে। আপনার ডিভাইসের "এবাউট ফোনে" গেলে দেখবেন "সফটওয়্যার আপডেট" নামে একটি অপশন নেই। অন্যান্য ব্রান্ডের ডিভাইসে এবং কিছু কিছু সিম্ফোনির ডিভাইসে এটি দেখতে পাবেন। ওয়ালটনের ইদানিং কার সেট গুলোতে আবার ওটিএ এর মাধ্যমে সফটওয়্যার আপডেটের সুবিধা এড করেছে। এখন যদি ওয়ালটন ওএস আপডেট ছাড়ে তাহলে ঐ ডিভাইস গুলোর মাধ্যমে ওটিএ আপডেট করা যাবে। উদাঃ
এটি আমার Sony SL এর "এবাউট ফোনের" ছবি
আর এটি আমার Walton Primo H3 এর "এবাউট ফোনের" ছবি
ওয়ালটন Walton Primo H3 "Gionee Ctrl V5" থেকে রিব্রান্ড করা। এখন আমি যদি Gionee এর অফিসিয়াল জেবি রম ইন্সটল করি তাহলে কেকে ওটিএ পেতাম। তেমনি আপনার ডিভাইসের জন্য যদি ওয়ালটন ললিপপ আপডেট দেয় তাহলে আপনাকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে।
5 minutes and 6 seconds after:
কাস্টম রম দেওয়ার জন্য রুট করা আবশ্যক নহে
ভ্রাতা কাস্টম রম ইন্সটলাইতে গেলে রুট লাগে। আর অফিসিয়ালে লাগে না। আপনি মনে হয় টাইপিং মিসটেক করে ফেলেছিলেন
ভ্রাতা কাস্টম রম ইন্সটলাইতে গেলে রুট লাগে। আর অফিসিয়ালে লাগে না। আপনি মনে হয় টাইপিং মিসটেক করে ফেলেছিলেন
না। টাইপিং মিসটেক করিনি। বলেছি রুট আবশ্যক নয়। যেটা আবশ্যক সেটা হল বুটলোডার আনলক করা। রুট করা থাকলে ভালো... রম,ডাটা ব্যাকাপ নেওয়া যাবে। এগুলোর দরকার নাহলে রুটের দরকার নাই।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » ললিপপ ইন্সটল করবো কিভাবে?
০.০৭৫৪০৭৯৮১৮৭২৫৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.২২৭৫৫৭৩০৯২৫৪ টি কোয়েরী চলেছে