টপিকঃ সকল প্রাজন্মিকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা
Happy New Year 2015
আমি ডিজাইন নিয়ে কাজ করিনা। রং এর কারিগরি জানা নাই আমার। হঠাৎ মনে হলো যে একটা গ্রিটিং কার্ড ডিজাইন করার চেষ্টা করি। তো যেই চিন্তা সেই কাজ। সাহস করে এই গ্রিটিং কার্ডটি সকল বন্ধুদের উদ্দেশ্যে তৈরি করে নিলাম।
তবে সৃজনশীল কাজে সৃষ্টির আনন্দ কিছু হলেও পাওয়া যায় সেটা আজ বোধ হয় একটু হলেও অনুভব করেছি। আমি শুরুতেই বলেছি যে আমি ডিজাইনার নই এবং এটি অ্যাডভান্সড কোন ডিজাইন তো দূর বরং এটি খেত মার্কা কোন ডিজাইনেরও ধারে কাছে যাবার কথা না। তাই রেটিং কম দিয়েন গ্রিটিং বেশি নিয়েন।
ডিজাইনটি তৈরি করতে যা যা ব্যবহার করেছি: গুগল হতে Boston শহরের একটি রাতের দৃশ্য নিয়েছি (সেখানকার রাতের দৃশ্য আমার অতি প্রিয়) এবং সেটি যেন আতশবাজির হয় সেটিও আমার চাহিদা ছিলো। আর বাদ বাকি আমার আনারি হাতের ফটোশপিং
আবারও Happy New Year!
থেঙ্কু সবাইকে
সঠিক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে সুরক্ষিত রাখুন