টপিকঃ দুই দাঁতের মাঝে ফাঁকা দূর করার উপায় কি?
আমার উপরের মাড়ির মাঝেখানের দুটি দাঁত কিছুটা ফাঁকা। এই ফাঁকা বন্ধের জন্য কি করতে হবে? চিকিৎসার খরচ ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে যদি কেউ জানেন তবে প্লিজ হেল্প করুন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » দুই দাঁতের মাঝে ফাঁকা দূর করার উপায় কি?
আমার উপরের মাড়ির মাঝেখানের দুটি দাঁত কিছুটা ফাঁকা। এই ফাঁকা বন্ধের জন্য কি করতে হবে? চিকিৎসার খরচ ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে যদি কেউ জানেন তবে প্লিজ হেল্প করুন।
শুনেছি দাঁতের মাঝে ফাঁকা দূর করা যায়, আপনি কোন ডেন্ডিস্টের সাথে যোগাযোগ করুন
অর্থোডণ্টিক ব্রেস
খরচঃ ৫০ হাজার থেকে ১ লাখ বা আরো বেশি হতে পারে।
অর্থোডণ্টিক ব্রেস
খরচঃ ৫০ হাজার থেকে ১ লাখ বা আরো বেশি হতে পারে।
আমার দাঁতের ফাঁক সামান্য কিন্তু হাসতে গেলে বুঝা যায়। আমার আম্মার এই সমস্যা আছে। আমার মনে হচ্ছে এটা জেনেটিকালী আমার মধ্যেও এসেছে।
সামান্য একটু দাঁত ফাঁক বন্ধ করতে ১ লাখ খরচ করতে হবে কেনো। কমের মধ্যে কোনো ট্রিটমেন্ট নাই?
খরচঃ ৫০ হাজার থেকে ১ লাখ বা আরো বেশি হতে পারে।
এত খরচ কই?
invarbrass লিখেছেন:খরচঃ ৫০ হাজার থেকে ১ লাখ বা আরো বেশি হতে পারে।
এত খরচ কই?
উনার উদ্দেশ্য বিউটিফিকেশন না, দাঁতের improper alignment (grade 1 malocclusion??) ট্রীটমেণ্ট করানো - এক্ষেত্রে খরচ খানিকটা বেশিই হবে।
সাধারণ বিউটিফিকেশনের খরচ তূলনামূলকভাবে কম। স্টেইনলেস স্টীলের ব্রেইস সবচেয়ে শস্তা - এটা হয়তো ৩০-৩৫ হাজারে হয়ে যেতে পারে (আন্দাজে বললাম - কোনো আইডিয়া নেই)। সিরামিকের তৈরী আরেক ধরণের ব্রেস পাওয়া যায়। এটা খুব এক্সপেন্সিভ। তবে সুবিধা হলোঃ দাঁতের রঙের সাথে ম্যাচ করানো থাকায় near invisible থাকে - দূর থেকে দেখলে বোঝা যায় না। কসমেটিক এ্যাপীয়ারেন্স (ডিজএ্যাপীয়ারেন্স??) ছাড়া আর কোনো পার্থক্য নেই - তাই বেশিরভাগ মানুষই স্টীল ব্রেইস ব্যবহার করে। ১ থেকে ২+ বছর পর্যন্ত ব্রেইস ব্যবহার করতে হতে পারে।
তবে ব্রেইস ট্রীটমেণ্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ অর্থোডন্টিস্ট দ্বারা করাতে হবে। সব ডেন্টিস্ট ব্রেইস ট্রীটমেন্ট করতে পারে না - সাইনবোর্ডে যাই লিখুক। professional services don't come cheap... খরচ বাঁচাতে গিয়ে অগামগা ডেন্টিস্টের কাছে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যেতে পারে। দাঁত হয়তো স্থায়ীভাবে ড্যামেজডই হয়ে যেতে পারে। তাই ব্রেইস ট্রীটমেণ্ট করানোর আগে অর্থোডন্টিস্টের প্রফাইল ভেরিফাই করে নিন।
আপডেটঃ এখানে প্রচুর তথ্য আছে। মাস্ট রীড।
ঢাকায় কোথায় ভালো ডেন্টাল ট্রিটমেন্ট করায় যদি বলেন তবে ভালো হয়। আমার না করলেও চলে কিন্তু দাঁতের মাঝে ফাঁক দেখতে ভাল লাগে না। ফিলিং কি করা যায়?
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » দুই দাঁতের মাঝে ফাঁকা দূর করার উপায় কি?
০.০৪৬৯৮৫৮৬৪৬৩৯২৮২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৩৫৭৮৯৯৯৮৬২৯৯ টি কোয়েরী চলেছে