টপিকঃ পুরান ফোরামিক

পুরান ফোরামিকরা এমন ভাব নিয়ে আমাদের মত নতুন ফোরামিকদের পোস্ট পাশ কাটিয়ে চলে। যা ফোরামের জন্য কতটুকু ভাল বুঝতে পারছি না। নতুনরা আপনাদের কাছে সাহায্য আশা করে। নিজেদের অভিজ্ঞতা জানাতে চাই। তাদেরকে একটু সুযোগ আপনাদেরি করে দিতে হবে। আমি ফোরামে পোস্ট করার আগে সদস্যদের তালিকা দেখেছিলাম। যেখানে বেশির ভাগ নবাগত ১৫ এর নিচে পোস্ট করে হারিয়ে গেছে। তাদের হারানোর পিছনে আপনাদের কি ভুমিকা ছিলনা। আমি মানলাম আমাদের লেখার মান খারাপ। কিন্তু আমাদের লেখার মান ভালো করতে আপনাদের এগিয়ে আসতে হবে। আমি আশা করব পুরান ফোরামিকরা আমাদের লেখাই নিজেদের মত করে সাহায্য করবেন। আমাদের লেখার মান ভালো করতে সাহায্য করে যাবে। আমাদের নতুন পোস্ট করতে উৎসাহ দিয়ে যাবে।

jahidul raju

Re: পুরান ফোরামিক

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পুরান ফোরামিক

jahidul raju

Re: পুরান ফোরামিক

একুশটি লাইন কোট করে, এক লাইনের লেখা,
অভিযোগে পাশ কাটানো, যায় কি এবার দেখা?

ফোরামের লেখা যদি হয় টুইটার,
শুধু শুধু অভিযোগ, আছে দরকার?  roll

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পুরান ফোরামিক

jahidul raju

Re: পুরান ফোরামিক

পা সকাটানোর ব্যাপারটা কিছুটা সত্যি কিন্তু সব দিক থেকে সময়ই দায়ী। আগে কত ঝগড়া মারামারি করতাম ফোরামে।  big_smile আমার সময়কার বার তারও আগের কেউই ফোরমাএ এখন খুব একটা একটিভ না। তবে আপনার নতুনরা আবার ফোরামে প্রান ফিরিয়ে আনতে পারেন।

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পুরান ফোরামিক

jahidul raju

Re: পুরান ফোরামিক

নেটের তথ্য + উইকিপিডিয়ার তথ্য + ছবি ... দারুন সব টপিক কল্পনা করতে পারছি। এই ফোরামেই মরিচ নিয়ে এমন একটা লেখা পড়েছিলাম (হু! হা!! ঝাল বৃত্তান্ত।)।???