টপিকঃ আমরা কৃতজ্ঞতা ও সচেতনতার মুখোশধারী চরম অকৃতজ্ঞ এবং চরম অসচেতন জাতি
আমরা কৃতজ্ঞতা ও সচেতনতার মুখোশধারী চরম অকৃতজ্ঞ এবং চরম অসচেতন জাতি। আমরা নিজের জীবনকে নিয়ে হেলা করি, সৃষ্টার প্রতি অকৃতজ্ঞ হই। বাবা মায়ের প্রতি চরম অবহেলা করি ও তাদের সীমাহীন মায়া মমতা ও সাপোর্ট থাকার পরেও নিজেদেরকে অসহায় ভাবি এবং কাছের বন্ধু যারা কষ্টের সময় হাত বাড়ায় আর নিজের কষ্ট ভুলে আমাদের কষ্টকে দূর করতে উঠে পড়ে লেগে যায় তাদেরও আমরা অবহেলার নজরে দেখি।
যেখানে স্রষ্টার সন্তষ্টির জন্য আমাদের চেষ্টা থাকা উচিত সেখানে মহান আল্লাহর রহমত থাকা সত্বেও হতাশ হওয়া টা আমাদের মোটেও উচিত না। কিন্তু আমরা কেন হতাশ হবো না। হতাশা রক্তের সাথে যে মিশে আছে আমাদের। নিরাশ তো হতেই হবে।
দেশে দেশে নিরীহ মানুষকে বিনা অপরাধে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের পিতা মাতা ও পরিবার হয় স্বজনহারা। আর আমরা নিরাপদ বিছানায় শুয়ে শুয়ে নিরাশার সুরে গলা ছেড়ে গান ধরি। জুতো পুরনো হয়ে গেছে নতুন জুতোর জন্য মান অভিমান; অনেকেরই জুতো পড়ার জন্য পা টাই নেই। আয়নাতে নিজের মুখটা দেখি। অনেকেই অন্ধ যে সেটাও করতে পারবেনা কোন দিন। মুখে রূচি থাকুক বা না থাকুক, দুই তিন বেলা খাবার তো আমাদের চোখের সামনে রাখা হয়। এর পরেও মুখ দিয়ে একটা বারের জন্যও বের হয় না "শোকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি"
সঠিক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে সুরক্ষিত রাখুন