টপিকঃ লক্ষীপেঁচা কি বাসায় পোষা সম্ভব?
ছোটবোন কিছুক্ষন আগে স্কুল থেকে আস্ত একখানা আহত লক্ষীপেঁচা নিয়ে এসেছে।
পেঁচা সম্পর্কে আমার ধারনা একেবারে শুন্য।
নেট ঘেঁটে যা জানলাম এরা ইঁদুর, পোকা, কাঠবিড়ালি এইসব খেয়ে বাঁচে, যেগুলো সংগ্রহ আমাদের পক্ষে সম্ভব না।
কারো কাছে এদের পোষার ব্যাপারে কোন তথ্য থাকলে, কিংবা এমন কোন দেশি প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে যারা এরকম আহত বিরল পাখির দেখাশোনা করে, বিষয়ক তথ্য থাকলে শেয়ার করলে উপকার হত।