রিং লিখেছেন: এখন বাপের পরিচয়টুকু মুছে ফেলে শুধুই নিজের পরিচয় তুলে ধরে "জারজ'/"বেজন্মা' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন কি না সেটা আপনার বিবেচ্য।
আমার এই বক্তব্যটুকু বিগত পোষ্টটাতে(খ) নামক একটা সুনির্দিষ্ট পয়েন্টের শেষাংশের থেকে কোট করে নিয়েছেন কেউ কেউ। শুধুমাত্র এই একটা বাক্যটা পড়েই আমার পুরো মন্তব্যটা নিয়ে বিচার বিশ্লেষণে লেগে গেলে বিষয়টা কঠিন বা ব্যক্তি আক্রমন হিসেবে বোধ হতেই পারে। এবং এই আংশিক বিচারের দায়ভার আপনাদের ব্যক্তিগত, আমার নয়।
প্রশ্নবোধক (?) লিখেছেন:আপনি সম্ভবত আমার কথা গুলো এমন ভাবে নিচ্ছেন যে, আমি মনে হয় GNU এর গুরুত্ব অস্বীকার করে শুধূ Linux Linux করে লাফাচ্ছি। আমি এতটা গাধা নই যে রিচার্ড ষ্টলম্যানের মত মানুষের কৃতিত্বকে অস্বীকার বা ঢেকে রাখার চেষ্টা করব। আমি দু:খিত যে আপনি আমার কথার অর্থ ভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। 
প্রশ্নবোধক (?) লিখেছেন:আমি আপনার একটা কথার সাথে একমত যে GNU/Linux নামে ডাকা যেতে পারে কিন্তু ডাকতেই হবে এমন তো নয়।
প্রশ্নবোধক (?) লিখেছেন:এ হে হে হে তাইতো মা "হাওয়া"এর নামই নিতে মনে নাই। dontsee তারও তো যথেষ্ট অবদান। love
এটাই হলো আমাদের অভ্যাস; উপকার নিতে ভালবাসি। কৃতজ্ঞতা প্রকাশ করতে নয়।
আমিও ভাই আপনার মত বর্ণবাদ বিরোধী।
প্রিয় প্রশ্নবোধক(?) উপরে উল্লেখিত বক্তব্যগুলর সবই কিন্তু আপনার করা। দেখুন তো কোন সমস্যা দেখতে পাচ্ছেন কি না? যদি এরপরেও আমার ভুল বোঝার জন্য কষ্ট পেয়ে থাকেন তবে আবারো বলবো এই টপিকেই ইনভারব্রাশ এর পোষ্ট থেকে জেনে-পড়ে নিতে। আশা করি তখন আর ঝামেলা থাকবে না।
প্রশ্নবোধক (?) লিখেছেন:GNU এর সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়েই আজকে Linux এর এত নাম ডাক। যখন কোন ডিষ্ট্রোর অরিজিন নিয়ে প্রশ্ন আসে তখন তাকে GNU/Linux নামে ডাকা যেতেই পারে। 
কিন্তু আপনি আমাকে এটার বিরোধী ভাবলেন কেন বুঝলাম না। 
আশা করি বিষয়টা ইতোমধ্যেই আপনার বক্তব্য কোট-আনকোট করে বুঝাতে পেরেছি।
প্রশ্নবোধক (?) লিখেছেন:আপনার কাছে question না করলে কার কাছে করব?
আমি আবারও দু:খ প্রকাশ করছি যে, আপনার মুল্যবান কিছূ সময় উলু বনে ছড়াতে হলো। 
প্রশ্ন করলে উত্তর দিতে আমি বিরক্তবোধ করি না। কিন্তু যখন আপনি আপনার মতো করে একটা ভ্রান্ত মত প্রতিষ্ঠা করতে উদ্যত হবেন তখন সেটা প্রশ্নোত্তর নয়, বিতর্ক হয়ে উঠবে। এখানে সেটাই হচ্ছে। মূল টপিকের আলোচনার বাইরে এসে দেখুন অনেকেই আমাকে ব্যক্তি আক্রমন করার জন্যে উদ্যত হয়ে বসে আছেন এবং করছেন। আর এই ঘটনা এখানে প্রথমবার তেমনটা কিন্তু না। ফোরামের ইতিহাস বলছে যে সত্য সহ্য করতে না পারলেই বিভিন্ন মারপ্যাঁচ কিংবা আংশিক বক্তব্যকে সামনে তুলে ধরে রাজনৈতিক কূটনীতির মতো আমার বক্তব্যগুলোর থেকে ফোরামিকদেরকে পাশ কাটানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন বিশিষ্ট ফোরামিকেরা। আর এজন্যেই কিন্তু পরিবেশ প্রকৌশলী আমাকে থামতে বলেছিলেন, বলেছিলেন যে, ""উলুবনে মুক্তা ছড়ানো হচ্ছে।''
মেহেদী৮৩ লিখেছেন:প্রিয় রিং ভাইয়া,
এই কথাটা বেশ কটু লাগলো শুনতে। আমি কখনো আমার নাম কোথাও হুমায়ূন কবির / মেহেদী হাসান লিখি না। (Gnu/Linux format) আপনিও কোথাও আপনার নাম {আপনার বাবার নাম}/ রিং লিখেন না। আপনার উপরের কথা ধরতে গেলে কিন্তু ব্যাপারটা খুবই বাজে হয়ে যাচ্ছে।
প্রিয় মেহেদী৮৩ আপনি কিন্তু ভুলভাবে নিয়েছেন কথাটা। আশা করি পুরো বক্তব্যটা পড়লে তারপর এই ভ্রান্তি দূর হবে আপনার। আংশিক কথা শুনলে সব সময়েই পঁচা মনে হবে।
মেহেদী৮৩ লিখেছেন:প্রত্যেক মানুষই নিজের পরিচয়েই বড় হওয়ার চেষ্টা করে। এইটাতে দোষের কিছু দেখি না। যখন বাবার নাম জিগেষ করা হয়, তখন সবাই কিন্তু বাবার নাম বলে। কেউই বলে না, "আমি বাপ ছাড়া জন্মাইছি" 
ঠিক তাই। এখানে বাবার পরিচয়টুকু বলা হচ্ছে না বলেই কিন্তু আজকের এই বিতর্কের উদ্ভব ঘটেছে, ঘটছে এবং ঘটবে।
""লিনাক্স একটা কার্নেল, পূর্নাঙ্গ ওএস নয়'' -- এই কথাটা পরিষ্কার করে এটার সৃষ্টিকারী টরভ্যাল্ডস লিনুস স্বীকার করতে দ্বিধায় ভোগেন না। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গাতেই সাধারন ব্যবহারকারীরা না জেনে বুঝেই লিনাক্স কার্নেলটা ব্যবহার করে হাজারো জিএনইউ টুলস এবং সফটওয়্যারের সাথেই এবং ওএস হিসেবে উল্লেখ করতে বললে শুধুমাত্র লিনাক্সের নাম বলেন। আশা করি অবিচার বা পরিচয় গোপন করার অংশটা পরিষ্কাররূপে আপনার বোধে আসলো।
এর পরেও বুঝতে সমস্যা থাকলে আপনাকেও বলবো যে এই টপিকের শুরুতেই ইনভারব্রাশের করা পোষ্টটা থেকে জেনে নিন।
মেহেদী৮৩ লিখেছেন:আপনার ওএস ইস্যু নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই, যার যেটা ভাল লাগে ডাকুন। আমি পারসোনালী যদি উবুন্টুকে উবুন্টু না বলে ট্রাস্টি বলে ডাকি, কারো সমস্যা থাকার কথা না।
দেখুন ব্র্যান্ড নেম নিয়ে আমার কোন সমস্যা নেই। আমি সেটা নিয়ে আলোচনাও করছি না। আমার আপত্তি শুধুমাত্র ""লিনাক্স''কেই পূর্ণাঙ্গ একটা অপারেটিং সিস্টেম হিসেবে দেখানোয় কিংবা উল্লেখ করায়। আশা করি এটুকু বোঝাতে পেরেছি।
মেহেদী৮৩ লিখেছেন:যখন কেউ জিগেষ করবে তখন বলতে পারবো সেটা লিনাক্স বেইজড ডিস্ট্রো, বা জিএনইউ/লিনাক্স বেইজড ডিস্ট্রো।
এটা করা হচ্ছে না এবং শুধুমাত্র লিনাক্স বলা হচ্ছে বলেই সমস্যা। উদাহরন হিসেবে দেখুন এই যে আমরা আলোচনা করছি এখানে, এই ফোরামে এটার শিরোনামও কিন্তু অপারেটিং সিস্টেম বিভাগে রাখা এবং শুধুমাত্র "লিনাক্স' উল্লেখ করা।
একটা ফোরাম হিসেবে সঠিকভাবে তথ্য উল্লেখ না করায় আজকে আমরা যে বিতর্ক করছি তাতে নতুনদের কাছে আপনার কথার মতোই বার্তা যাচ্ছে। ""সঠিক বিচার যাই হোক, অধিকাংশের করা ভুল তথ্যটাই সঠিক এবং গায়ের জোরে হলেও তা পরিবর্তন করে সঠিক তথ্য উল্লেখ করা বা স্বীকার করে নেয়াটা হবে লজ্জার।'' অতএব সত্য বা সঠিক তথ্য উল্লেখকারীকেই শিখিয়ে-পড়িয়ে দিতে হবে যে থেমে যান, চুপসে যান ভুলেও সঠিক কথা উল্লেখ করতে যাবেন না।
মেহেদী৮৩ লিখেছেন:কিন্তু, জারজ / বৈধতার উদাহরনটা এইখানে যথেষ্ঠরকমই আপত্তিকর মনে হয়েছে।
আবারো বলবো পুরো বক্তব্যটা কোট করে দেখুন। ক্ষেত্র আর বক্তব্য দুটোকে সমন্বিত করে নিলে দেখবেন তখন আর বিশ্রী বা বাজে বা আপত্তিকর লাগছে না।
মহাসচিব,
এফওএসএস বাংলাদেশ। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ
রিং-দ্য ডন 'র ব্লগ