টপিকঃ ফটোগ্রাফি ওয়েবসাইট তৈরিতে সাহায্য প্রয়োজন !!
আমি একটি ওয়েব সাইট বানাতে চাচ্ছিলাম। ফটোগ্রাফি পোর্টফোলিও ! ওয়ার্ড প্রেসে হলে ভাল হয়। আমার পছন্দের কয়েকটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট আছে। এইগুলা থেকেই যেকোন একটা ফটোগ্রাফি পোর্টফোলিও টেমপ্লেট ব্যবহার করব। প্রয়োজনে প্রিমিয়াম টেমপ্লেটও কিনতে পারি। .photography ডোমেইন এবং হোস্টিং (১ গিগা বাইট) কেনা আছে। ওয়েবসাইটে যে কয়টা পেজ থাকবে তা হলঃ
|| Home || Portfolio || Biography || Blog || Pricing || Contact ||
আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি থেকে থাকেন যিনি আমাকে সাইটটি তৈরিতে সাহায্য করবেন মোটামুটি কম খরচে। তাহলে প্লিজ আমাকে জানান। খুব উপকৃত হব !