টপিকঃ বিয়ের রাতে স্বামী জানতেপারলেন তারস্ত্রীর একজনের সাথেদীর্ঘ সম্পর্ক ছিল
বিয়ের রাতে রুবেল সাহেব লোক
মারফত
জানতে পারলেন তার
স্ত্রীর একজনের সাথে দীর্ঘ
সম্পর্ক ছিলো। সত্যমিথ্যা তিনি আর
যাচাই করলেন না।
ওই
মুহুর্তে তিনি কিছু না বলে
মেনে নিলেন সদ্য
বিবাহিতা স্ত্রীকে।
তারপর.....
কেটে গেছে ৪২ টা বছর। রুবেল
সাহেবের ২
মেয়েকে বিয়ে দিয়েছেন,
বিয়ে করেছে ৩
ছেলেও।
এদিন কোন এক
অজানা কারনে রুবেল
সাহেব ওনার ৫ ছেলে মেয়ে ও ১১
নাতি নাতনীকে একত্রে ডাকলেন।
জানালেন,
উনি ওনার স্ত্রীকে ডিভোর্স দেবেন!!
সবাইত
আকাশ থেকে পড়লেন।
ছেলে মেয়েরা জানতে চাইল এর কারণ
কি??
রুবেল
সাহেব জানালেন তিনি বিয়ের দিনই
জানতে পেরেছিলেন তার স্ত্রীর
একজনের
সাথে দীর্ঘ সম্পর্ক ছিল। এতদিন
অনেক
কষ্টে মেনে নিয়েছিলেন, কিন্তু এখন
আর
মানতে পারছেন না। তার ১ ছেলে ১
মেয়ে ও ৬
নাতি নাতনী রুবেল সাহেবকে সমর্থন
দিল।
আর মান
সম্মানের কথা চিন্তা করে ২ ছেলে ১
মেয়ে ও ৫
নাতি নাতনী তার সিদ্ধান্তের
বিরোধিতা করল।
দেখা দিল নতুন সমস্যা। ছেলেমেয়ে,
নাতি নাতনীদের মধ্যে বিরোধ
দেখা দিল। এক
পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হল। রুবেল
সাহেবের তখন
ভিক্ষা রেখে কুকুর সামলানোর
অবস্থা।
অবশেষে রুবেল সাহেব বুঝতে পারলেন
৪২ বছর
আগের বিচার ৪২ বছর আগেই
করে ফেলা উচিত
ছিলো। ৪২ বছর আগের বিচার ৪২
বছর
পরে করতে গিয়ে ১৭
জনকে বিরোধে জড়ালেন, নিজেও
পড়লেন
বিপদে৷