টপিকঃ ৬৭-পি ধুমকেতুতে অবতরনের পথে স্পেস প্রোব ফিলি
ইউরোপ স্পেস এজন্সির মানব বিহীন স্পেস প্রোব ফিলি (Philae), চুরিমভ-গেরাসিমেনকো বা ৬৭-পি ধুমকেতুতে অবতরন করার পথে আছে। মুল নভোযান যেটা থেকে স্পেসপ্রোবটা পাঠানো হয় তার নাম হল রোজেটা (Rosetta)। রোজেটা উৎক্ষিপ্ত হয়েছিল দশ বছর আগে ২০০৪ এ। আজ সকাল ইস্টার্ন টাইম ৩:৩০ সে ফিলি রোজেটা থেকে বিচ্ছিন্ন হয়। যদিও পৃথিবীতে কনফার্মেশন আসে ৪টায়। ধুমকেতুটি বর্তমানে প্রায় ৩০ লাইটমিটিন দুরের থাকায় বেতার তরঙ্গ আসতে ৩০ মিনিন সময় লাগে। ইস্টার্ন টাইম ১০:৩০সে ল্যান্ড করার কথা। এখন বাজে ১:৪৬, কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি। আলোর গতি খুবই মন্থর!! আসতে আরো মিটিন পনের লাগবে।
ল্যান্ডিং গিয়ারে একটু গোলযোগ হয়েছে। একটা র্থাস্টার ফায়ার করছেনা। অবতরেনের পর ছিটকে না গেলেই হয়। সফল হলে এটাই হবে কোন ধুমকেতুতে কোন প্রোবের প্রথম অবতরন।
আপডেট: টাচ ডাউন! নামার পর ফিলি ল্যান্ডারের টুইট "Touchdown! My new address: 67P! "
The moment came shortly after 1600 GMT when Philae called home. It had fired harpoons to secure itself on the comet and twisted in ice screws fitted to its feet. “We are there, we are sitting on the surface,” said a jubilant Stephan Ulamec, Philae lander manager at the DLR German Space Centre.