টপিকঃ উইন্ডোজে সমস্যা।

আমি উইন্ডোজে এক্সপি ব্যবহার করি।কয়েকদিন থেকে পিসি অন করতে গেলেই বারবার সেফমুডে নিয়ে যাচ্ছে। সেফমুডে ঢুকে রিষ্টোর দিলেও বার বার একই প্রবলেম হচ্ছে। আবার হটাত হটাত নরমালী রান হচ্ছে।তখন আবার মডেম শো করছে কিন্তু কানেক্ট দিলে ইরর ৭২০ দেখাচ্ছে। অথচ লিনাক্স থেকে মডেমটি ঠিকই চলছে। এক্সপাটর্ দের সহায়তা চাচ্ছি। আমি লিনাক্স থেকে পোষ্টটি করলাম।লিনাক্সে বাংলা লিখার অভ্যাস নাই। অনুগ্রহ করে একটু কৃপা করবেন। love

????????????????????????????????????????????????????????????????????
Nothing Like Anything
????????????????????????????????????????????????????????????????????

Re: উইন্ডোজে সমস্যা।

উইন্ডোজ এক্সপির সাপোর্ট এই যুগে কেউ দিতে পারবে বলে মনে হয়না।

Re: উইন্ডোজে সমস্যা।

এসব এক্সপির নিত্য নৈমিত্তিক ব্যাপার স্যাপার বলতে পারেন। এর থেকে বরং নতুন করে ফ্রেশ সেটআপ দিয়ে দিন।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজে সমস্যা।

Re: উইন্ডোজে সমস্যা।

সি ড্রাইভ ফরমেট মেরে দেখুন কাজ হয় কিনা।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজে সমস্যা।

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত