টপিকঃ Xperia C থেকে Xperia International Keyboard ডিলিট করে ফেলেছি।!কি বিপদ!
রুট করে Xperia C থেকে Xperia International Keyboard ডিলিট করে ফেলেছি।
এখন মোবাইল রিস্টার্ট দিলে ডিফল্ট হিসেবে কোনো Keyboard পায় না। অন্য Keyboard চালু করে, সেটিং থেকে সেটাকে সিলেক্ট করে দিতে হয়। কিভাবে আগের মত ফেরত আনা যায়?? মানে Rom এর মধ্যে কিভাবে আগের মত পুর্বের Keyboard সেট করা যায়।। আমি কি অন্য কোন Keyboard সিস্টম ডিফল্ট করতে পারবো ??
ডিলিট করার আগে Xperia International Keyboard এর ব্যাকআপ রেখেছি।।