টপিকঃ ধর্ম ব্যবসা

"শ্রী শ্রী অনুকূল ঠাকুরের" শিষ্যরা প্রত্যহ এক টাকা করে জমা করে বছরে 365 টাকা উনার কাছে পৌঁছে দেন।
এই রকম কয়েক লক্ষ কিংবা তারও বেশি শিষ্য রয়েছে প্রত্যেক শিষ্য এক টাকা করে জমা করলে, প্রতিদিন কয়েক লক্ষ টাকা উনার ফান্ডে জমা হয়ে যাচ্ছে।
যা মাসের শেষ কয়েক কোটি ও বছরের শেষ কয়েক শত কোটি টাকার বেশ মোটা অঙ্ক হয়ে দাঁড়ায়।
আবার অনেক ব্যবসায়ী, ফিল্ম স্টার, খেলোয়াড়রা লক্ষ লক্ষ টাকা উনার কাছে দান করছেন।
যার জন্য কোন ইনকাম ট্যাক্স ও দিতে হয় না।
কারণ তা দান হিসাবে গ্রহণ করা হচ্ছে।

এত গুলো টাকা নিচ্ছে কোনো ভালো কাজ করেছেন, তাওতো দেখানোর দরকার আছে।
তাই কোনো হাসপাতালে, স্কুলে, কিংবা কোনো অনাথ আশ্রমে এক কোটি, দুই কোটি, কিংবা দশ কোটি টাকা দান করে দিল।
তাও বড় করে দেখতে হয়তো মিডিয়ার সাহায্য ও নিচ্ছে।
যে খেটে খাওয়া মানুষেরা বছরে 365 টাকা দান করছেন, তাদের কোনো কৃতিত্ব প্রকাশ পাচ্ছে না।

এত কিছুর পরেও থেকে যায় কয়েক শত কোটি টাকা।
যা উনাদের বিলাসিতায় লাগে।

একটি উদাহরণ দিলাম, বাস্তবে এরকম শত শত লোক ঠকানো ব্যবসা চলছে।

আমি "সুরজিৎ সী" বলছি তাই নয়, আপনার নিজের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণ করুন, সজ্ঞানে নিজ বুদ্ধি দ্বারা বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন, আমি ঠিক বলছি না ভুল বলছি।

S. Shee

Re: ধর্ম ব্যবসা

এইটাতো উপমহাদেশের সবচেয়ে সোজা ব্যাবসা......পুজি ছাড়া ব্যাবসা......। ভারত-বাংলাদেশের সব মাজারের খাদিম.......মন্দিরের ঠাকুর(অনেকেই)....... এই ব্যাবসার সাথে জড়িত। আর গনতান্ত্রিক সরকারগুলোও ধমর্ের মতো স্পর্শকাতর জিনিষের কারনে এগুলা ওভারলুক করে যায়.....। তাই এগুলো প্রতিরোধে সবার শিক্ষিত হওয়ার বিকল্প নাই.......।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: ধর্ম ব্যবসা

S. Shee

Re: ধর্ম ব্যবসা

শ্রী শ্রী অনুকূল ঠাকুর সম্পর্কে কতটুকু আপনি জানেন? তার আশ্রমের সেবামুলক কাজ সম্পর্কে কতটুকু আপনি জানেন? বাংলার মানুষ মানবতা বোধ বৃদ্ধিতে, অসম্প্রদায়ক চেতনা বিকাশে তার অবদান সম্পর্কেই বা কতটুকু জানেন? না জেনেই এক জন মহৎ মানুষ সম্পর্কে এমন মন্তব্য করা ঠিক না।

আপনি অতি সরলীকরণ করছেন।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: ধর্ম ব্যবসা

S. Shee

Re: ধর্ম ব্যবসা

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

সর্বশেষ সম্পাদনা করেছেন কাঠাল পাতা (২৮-১০-২০১৪ ০২:২৩)

Re: ধর্ম ব্যবসা

Re: ধর্ম ব্যবসা

Re: ধর্ম ব্যবসা

বিনা পূজিতে ব্যাবসা
দান করলে নিজে কোন সেবামূলক কাজে দান করব
এসব ধর্ম করার টাইম নাই.
যত সব ফালতু কাম

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত