টপিকঃ ফেডোরাতে বিজয় ইনস্টলেশন

আমি ফেডোরাতে বিজয় ইনস্টল করতে চাই । উবুন্টুতে যা বলা আছে আমি সেভাবে চেষ্টা করে উবুন্টুতে বিজয় ইনস্টল ও ব্যবহার করতে সক্ষম হয়েছি । কিন্তু ফেডোরার ক্ষেত্রে ইনস্টল করতে পারছি না । আমি ibs-m17n ইনস্টল করেছি । কিন্তু সমস্যায় পডেছি এই কমান্ড দুটো নিয়ে :

১. sudo chmod 777 /var/lib/dpkg/info/m17n-db.list
২. sudo gedit /var/lib/dpkg/info/m17n-db.list

কারন উবুন্টুর প্যাকেজ ম্যানেজার হলো dpkg এবং ফেডোরার হলো RPM ।
এখন কথা হলো আমি ফেডোরার ক্ষেত্রে কিভাবে কমান্ড দুটো ব্যবহার করবো । m17n-db.list নামের ফাইলটিও কমান্ডগুলোতে দেখানো Location এ নেই । m17n-db.list নামক ফাইলটি ফেডোরাতে কোথায় আছে সেটাও জানা জরুরী কারন ২ নং কমান্ডটিতে m17n-db.list নামক ফাইলটি সম্পাদন করার কথা বলা হয়েছে ।

আশাকরি আপনাদের সহায়তা পাবো ।

Re: ফেডোরাতে বিজয় ইনস্টলেশন

বিজয় একটি পেইড সফট্ওয়্যার। যদি আপনি তাদের কাছ থেকে সফট্ওয়্যার কিনে থাকেন তবে সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: ফেডোরাতে বিজয় ইনস্টলেশন

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত