টপিকঃ Bangladesh - Zimbabwe ক্রিকেট সিরিজ নিয়ে আলোচনা
আজ শেখে শুরু হলো Bangladesh - Zimbabwe টেস্ট সিরিজ, প্রথম দিনে Zimbabwe টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আজকের টেস্টে বাংলাদেশের জুবায়ের হোসেন, অভিষেক ম্যাচেই তিনি ২টি উইকেট শিকার করেন , অনেক দিন পর আজ সাকিবও ফিরেছে দলে, এই সিরিজে বাংলাদেশ ভালো করবে এটা সবার প্রত্যাশা