টপিকঃ ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?

অনেকে বলে উইন্ডোজে ওয়েব ডেভলপমেন্ট কাজ করা ঠিক না। তাই ওয়েব ডেভলপমেন্ট কাজ করার জন্য ভার্চুয়াল বক্সে কোন লিনাক্স OS ভালো হবে ?

#দুটি কমন ডাইলোগ আমি শুনতে চাই না-
১। উইন্ডোজ বাদ দিয়ে সরাসরি লিনাক্স ব্যবহার করুন
২। নতুন ব্যবহারকারী হিসেবে লিনাক্স মিন্ট ব্যবহার করুন (যদি  লিনাক্স মিন্ট ভালো হয় তবে সাজেশন করতে পারেন )

Re: ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?

আপনি সেন্টওস ব্যবহার করতে পারেন অথবা উবুন্টু , যেহেতু অধিকাংশ সার্ভার এনভায়ারমেন্ট সেন্টওস ভিত্তিক তাই এটা ব্যবহার করলে আপনার ডেডিকেটেড / ভিপিএস অপারেট করতে সুবিদা হবে বলে আমি মনে করি।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৪-১০-২০১৪ ২২:৪০)

Re: ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?

Calm... like a bomb.

Re: ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?

সেন্টওএস ট্রাই দিতে পারেন যদি শেয়ার্ড হোস্টিংয়ে এপ টার্গেটে থাকে।

আমি পার্সোনালি ভাগ্রান্টে ডেবিয়ান ইউজ করি। ডেবিয়ান চুজ করার কারণ, আমার ডেপ্লয়মেন্ট সার্ভারও বেশিরভাগ সময়ই ডেবিয়ানই থাকে। সো ওই এনভায়র্নমেন্টটাই রিক্রিয়েট করার চেষ্টা করি!

Re: ওয়েব ডেভলপমেন্ট+ভার্চুয়াল বক্স=লিনাক্সের কোন OS ভালো হবে ?

thumbs_up clap

"Impossible is a world which is found only in the dictionary of a fool"