টপিকঃ ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার

৪মাস হল ল্যাপটপ কিনেছি। মডেল hp 450g1 probook। সমস্যা ছাড়া ভালো ই চলছিলো। কিন্তু গতকাল লক্ষ্য করলাম সাদা ব্যাকগ্রাউন্ড এ এক জাগাতে হাল্কা সাদা। খুব লক্ষ্য না করলে বুঝা যাবে না। তাছাড়া HD movie র শুরুতেও কেমন যেন স্তর এর মতো গোলকার দাগ দেখা যাচ্ছে। খুব কস্টে আছি। কি করব ভেবে পাচ্ছি  না এটা কি ধরনের সমস্যা???

" DoN't FoLlOw mE, i'M lOsT tOo "

Re: ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার

warrenty to ase, cinta ki niye jan service center e, eta serious prb

Re: ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার

সবচেয়ে ভাল হয় ওয়ারেন্টি্তে দিয়ে আসলে। ডিসপ্লের সমস্যাটা ধীরে ধীরে বাড়ে।

Re: ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার

প্রোবুকের এটা কমন সমস্যা। ওয়ারেন্টি ক্লেইম করেন। আরেকটা সমস্যা হচ্ছে ওয়্যারলেস ল্যান কানেক্ট না হওয়া বা মাঝে মাঝে ঝামেলা করা। আমি এই সমস্যা ফেস করছি। সহ্যের বাইরে না যাওয়া পর্যন্ত ওয়ারেন্টিতে দিচ্ছি না।

Re: ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার

Re: ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার