টপিকঃ চলতি টপিক...... (একটি ইমোভিত্তিক পরিবেশনা)
নাই কাজ তো কি আর করা খই ভাজলাম...... হাসি আসবে না না আসলেও জোড় কইরা হাসুন
-------------------------------------------------------------------------------------
১। সিলেট ভ্রমণের পরিকল্পনা : পরিকল্পনা করছেন ভালা কথা । ১০ জন নিয়ে যাচ্ছে তাও ভালা। টাকা আছে যাবেন দেখবেন কোন সমস্যা নাইক্কা
। তয় আসার সময় বেশী কইরা চা পাতা নিয়া আইসেন। পারলে ক্যামেরা বাসায় থুইয়া যাইয়েন। ফটো তোলার ব্যস্ততায় সুন্দর কইরা দেখতে পারবেন না। হাতকড়া আনতে ভুইলেন না। ফোরামবাসিদের হাতকড়ার (সাতকড়া) বড় প্রয়োজন। হাতকড়ার চা বানাই খাওয়াইলে এরার রুচি ফিরা আইবো। বুঝলেন কিছু? হুম। সাত/দশ কালারের চা ভাতের সাথে খাবেন দুইবেলা। গায়ে শক্তি পাবেন। কাঁচা চা পাতা পেড়ে এনে ভর্তা বানায়েও খেতে পারেন। মন আর শরীর চাঙ্গা হবে
। ঘুরতে মজা পাবেন আর ভাবীরে সাথে সাথেই রাইখেন। সিলেট কিন্তু ভয়ংকর জায়গা হু হাহাহাহাহ একবার হারাইলে দুইবার পাইবেন না হিহিহি
।
২। সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন? যা ইচ্ছা তাই দেখছি । এত প্রশ্ন করার সাহস আপনেরে দিল কেডায় হুম...
.... যদি হাছা কথা কই কি করবেন কন? কইতাম কি দেখছি.......
ক) বধুবরণ-জামাইবর্জন,
খ) ইষ্টিকুটুম-নষ্টকুটুম,
গ) আঁচল-যা ছল,
ঘ) তোমায় আমায় মিলে-তারে আর আপনেরে ছাড়া,
ঙ) কানামাছি-বোবা চাচী,
চ) চোখের তারা তুই-মুখের শত্রু আপনি
ছ) রাজাযোটক-রাণীমুটকো
জ) রাগে-অনুরাগে-আনন্দে-অভিলাষে
ঝ) জলনূপুর-ছল দুপুর
ঞ) রাশি/বাঁশি,
চ) রাজঅলক্ষী কুরুক্ষেত্রম- রাণীলক্ষ্মী পুষ্পক্ষেত্রম
আরো কমু। কোন অসুবিধা?
৩। ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক : অই মিয়া এসব কি ম্যাক মুক বলে আমার মাথাডা সকাল বেলাই আউলাইয়া দিতাছেন। নাম শুনলেই জ্বর আসে দেখি। এত কঠিনের মধ্যে আমি নাই । এলা ফুটেন ।
৪। বাংলাদেশের পেক্ষাপটে Firefox OS এর ভূমিকা : ভাই আগুন শিয়াল নিয়া মাতছেন ক্যারে । এত্তগুলা বড় ভাষণ দিলেন যে বড়....... ফোরামে আপনের চে বড় নেতা অনেক আছে কিন্তু। হাবিজাবি লিইখা বড় ভাইদের মাথা আউলাইয়া দিছেন। আপনের খবর আছে কইলাম
।
৫। আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩: উহু...... খাইয়া কাম নাই আর আইছে আজাইরা কথাবার্তা নিয়া । ঘুম ভাঙলেই দেখি আজাইরা, ভাত খাইলে আজাইরা, ইটিশ পিটিশ করলে আজাইরা, হাসি তামশা সব আজাইরা বাপরে মানুষ এত আজাইরা থাকে কি করে। মাথা নষ্ট ম্যান সব। দেশটা সব আজিরা মানুষে ভরে গেছে দেশ ডুবে গেছে রে। ভাগেন সব আজিরা মানুষ। আমরা আজিরা মানুষ না যে আজিরা কথাবার্তা পুড়ুম আর লেখুম
।
৬। টিভি কেনার খায়েশ জাগছে.........: খায়েশ জাগছে টাকা আছে কিনেন না করছে কেডা ? আপনের এত সমস্যা ক্যারে ভাই। ........ খাইছি তোরে
এইবার ....... টিভি কিইনা ফোরামে বসাই দেন...... ফোরামটা গরম হোক। রাজী থাকলে পরামর্শ দিতে পারি আরো
।
৭। জুমলার জন্য স্লাইডশো বিষয়ে সহযোগীতা চাই: ফোরামডা কি খালি আপনেগো সহুযোগিতা কইরাই যাইবো বিনিময়ে কি পাইবো কন
। নিজের কাম নিজেই করেন। জুমলা গামলা ভিতর থুইয়া দেন দেখবেন অটো স্লাইড শো হইতাছে। আরো পরামর্শ লাগলে কইয়েন......
৮। ডাইরী: শেষ পর্যন্ত ফোরামরে ডাইরীর খাতা বানাইছেন বুঝি....... ডাইরী লিখছেন যখন বড় কইরা লিখেন। এত অল্প কথায় আমরা রোকসানা পেতে সাহায্য করতে পারুম না। রোকসানার বিয়ার জন্য ফোরামের ভাইয়েরা এক পায়ে খাড়া। বড় করেন ডাইরী নাইলে পাতা ছিঁড়ে ফেলুম কিন্তু
।
৯। এটাই নাকি ডিজিটাল বাংলাদেশ ?: হ এটাই ডিজিটাল টালমাটাল বাংলাদেশ । আপনের কোনো অসুবিধা? পরীক্ষা দেন পাশ করেন। সার্টিফিকেটে ভিটামিন আছে। আয়ূ বাড়বে সার্টিফিকেটের ভর্তা খাইলে। ডিজিটাল নিয়া আপনের কোন সন্দেহ? থাকলে বইলেন
১০। আচিল হলে কি করবো? কি করবো মানে! আচিলে মোমবাতি ধরে জ্বালিয়ে ফেলুন । আচিল কেটে রান্না করে খান। আচিলে লিপস্টিক মাখুন অথবা আলকাতরা মেখে রোদে দাঁড়িয়ে থাকুন। আচিল ভাল না হইলে আমাকে জানাইয়েন। ফ্রি পরামর্শ .........
১১। বাংলাদেশী হবু নায়িকা রুমি নোভিয়া: আপনের হবু নায়িকা দিয়া আমরা কিতা করতাম । এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হমো কন তো । আচ্ছা আপনের খাইয়া কি কোন কাম নাই আর
। জাইগা ঘুমাইয়া খালি মডেল নায়িকাগো স্বপ্ন দেখেন নাকি
। হবু নায়িকারে বিয়া করবাইন নি কোনো। যদি করেন তাইলে বেশী কইরা হবুদের ফটো দেন চয়েস কইরা একটারে আপনের সাথে তালা মাইরা দেই
।
১২। আইক্লাউডে রাখা সেলিব্রেটিদের ব্যাক্তিগত ছবি ফাস : অ বুঝছি আপনি ফাঁস করছেন। আপনের ফাঁসি চাই ফাঁসি চাই
। তয়, ব্যক্তিগত ছবি রাখছেন কই। একটা দুইটা দেখাইতে পারবেন। দেখাইলে শাস্তি প্রত্যাহার করা হবে। ঠিক বললাম কি ফোরাম বাসি?
১২। জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন হারাম কেনো? কাটাল পাতা বেশী খাইলে বুইজ্যালাইবেন ক্যারে হারাম করছে । আর বেশী কিছু বলার দরকার আছেনি কোনো.....
১৩। ভার্সিটির ছেলেমেয়েদের ভন্ডামির কথা আর নতুন করে বলার কিছু নেই। এমন কোন: আপনে কোন ভার্ষিটিতে পড়েন গো এত ভন্ডামির কথা জানলেন কিভাবে? আগে কন? নতুন না পুরাতন কইরা বলা লাগত না। ফুটেন....... মনোযোগ দিয়া ক্লাস করেন গিয়া
।
১৪। বাঙ্গালির অর্জন......মাইক্রোসফটের জি,এম এখন যশোরের শাকিল: বাঙ্গালীর আরো কত অর্জন দেখুন তা যশোরের শাকিল কিডা ভাই আপনে নি কোনো? যেভাবে আপনের ছাই দিয়া ধরছে ভাই ছুটতে পারবেন না কইলাম....... . ঠিক কইরা কন কই থাইকা খবর পাইছেন
?
১৫। কুকুর এবং নির্বাচনী প্রজনন: লও ঠ্যালা কুত্ত লইয়া গবেষনা........ মানুষ লইয়া চিন্তার সময় পাইনা আর উনি আইছেন কুত্তা লইয়া
। ও ভাই কুত্তার শিং আছেনি কোনো
.....শিংওয়ালা কুত্তা দেইখ্যা ভুয় পাইছি........
১৬। ফ্রি এবং ওপেনসোর্স থ্রিডি সফটওয়্যার : ফ্রি পাইলে আমরা আলকাতরাও নিতে পারি। ভালা কাম করছেন ফোরামে সব ফ্রিতে দিয়া দিবেন সব সফটওয়্যাল । আল্লায় আপনের ভালা করবো ভাই।
১৭। প্রোগ্রামারদের আড্ডা!: মাইনষের আড্ডার কথা হুনছি। কিন্তু এইডা আবার কি? প্রোগ্রামার এরা কারা........ এরা কি হাসতে জানে,
কথা কইতে জানে
? আড্ডা দিতে গিয়ে গিয়ে কি এরা দুরে গিয়া মুড়ি খায়.
...... প্রশ্নের উত্তর দেন...
নাইলে কইলাম খবর আছে
।
১৮। বুকে কফ জমলে কি করনীয়?: বুকে কফ জমলে বেশী করে বরফ চিবিয়ে খাবেন, আইসক্রিম খাবেন, ফ্রিজের ঠান্ডা পানি খাবেন
। এসিতে গলা খুলে বসে থাকবেন
। মাঘ মাইসা শীতে গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে থাকবেন
। বেশী করে ঠান্ডা জাতীয় খাবার খাইবেন
। আরো পরামর্শ লাগলে যোগাযোগ করুন.........ফোরামে এখানে
এই মেঘ এই রোদ্দুর