টপিকঃ ফটোশপ লোগো তৈরির সাহায্য
ভাইয়ারা। আমি ফটোশপ নতুন শিখতেছি। আমি অন্য একটি সফ্টওয়ার লোগো তৈরির সাহায্য (AAA Logo Business) দিয়ে লোগো তৈরি করি। কিন্তু সমস্যা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। আমি সাধারণত ওয়েপ পেজের জন্য লোগো তৈরি করতে চাই । আর ওয়েব পেজের লোগোর জন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে না। অনেকটা আইকনের মত। আমি কি ফটোশপে এই লোগোটিকে এডিট করে ব্যাকগ্রাউন্ড সরাতে পারবো। এবং একে jpg/png/gif/jpeg ফরমেটে সেভ করতে পারবো? এবং কিভাবে?