টপিকঃ আমার ডেলটয়েড মাসল ছোট কেন?
মানুষের ডেলটয়েড মাসল দেখি ন্যাচারালি ই বড় থাকে। হাতের গড়ন ই হয় উপর থেকে নিচে বড় থেকে ছোট। কিন্তু আমার ডেলটয়েড মাসলে মনে হয় মাসলই নেই। হাড্ডি দেখা যায়। আমার বাইসেপ-ট্রাইসেপ আছে। এজন্য আমার হাত উপরে ছোট, মাঝে আবার ফোলা পরে আবার চিকন। এজন্য খুব বাজে দেখা যায়। এটা কিজন্য হয়?