টপিকঃ এক ঝাঁক কৌতুক!
01. এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সর্ম্পকে
বুঝানোর জন্য । প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়েদিলেন।
… কিছুক্ষণ পর পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এ থেকে আপনারা কি শিখলেন? এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো,এ থেকে আমরা শিখলাম,
.
.
.
. সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়
02.এক লোকের খুব বাথরুম পেয়েছে। বাথরুমেযাবে, ঠিক এমন সময় লোডশেডিং। লোকটির বাথরুমের বেগ আরো বেড়ে গেলো। সারা বাড়ি খুঁজে একটা মোম করে সেটা জ্বালিয়ে যেই বাথরুমে ঢুকতে যাবে, ঠিক তখনি এক বন্ধু এসে মোমবাতিটি নিভিয়ে দিয়ে গান গাইতে শুরু করল-
হ্যাপি বার্থডে টু ইয়্যূ…হ্যাপি বার্থডে টু ইয়্যূ…
লোকটি রাগে গজগজ করতে করতে বলল, এইবার আয় তোরে কেক খাওয়ামু।
03.এক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে >>>
মেয়ে:- আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো তখন আপনি কি আপনার ছেলের সাথেআমাকে বিয়ে দিবেন?
দোকানদার হেসে দিয়ে, হ্যাঁ মামনি অবশ্যই দিবো।
.
.
মেয়ে:- ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্র বধূকে ফ্রি দুইটা আইসক্রিম দেন ।
04. জলিল ভাই কাস্টমার কেয়ারে ফোন দিয়ে -“আমি আপনাকে বিয়েকরতে চাই”!
মেয়ে এক্সিকিউটিভ: “হ্যালো স্যার, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি?”
জলিল: “আমি আপনাকে বিয়ে করতে চাই”
মেয়েঃ “সরি স্যার, আপনি মনে হয় ভুল নাম্বারে কল দিয়েছেন”
জলিল: “না আমি ঠিক নাম্বারেই ফোন দিয়েছি। প্লিজ আমাকে বিয়ে করুন”
মেয়েঃ “সরি স্যার। আমি এখন বিয়ে করতে আগ্রহী না।“
জলিল: “আরে শুনুন না। বিয়ের পর হানিমুনে সেইন্ট মার্টিনে নিয়ে যাবো আপনাকে”
মেয়েঃ “স্যার, বলছি আমি আগ্রহী না।
তবুও আপনি কেন এরকম করছেন?”
জলিল: “আচ্ছা আপনি হানিমুনে বিদেশে যেতে চান?? ঠিক আছে তাহলে মালয়েশিয়া থাইল্যান্ডে হানিমুন হবে”
মেয়েটি ফোন কেটে ব্লক করে দিল এবার জলিল মেসেজ পাঠানো শুরু করল-
“আপনি যেখানে চান সেখানে বিয়ের অনুষ্ঠান হবে।“
.
একটু পর আবার মেসেজ দিল-“বিয়ের জন্যে শপিং সব আপনার ইচ্ছাতেই হবে”
.
.
শেষমেশ মেয়ে এক্সিকিউটিভ বিরক্ত হয়ে ফোন করল জলিলকে ...
.
মেয়েঃ “স্যার বুঝার চেষ্টা করুন, আমি বারবার বলছি যে আমি আগ্রহী না। তবুও কেন আপনি এরকম করছেন??”
.
জলিলঃ “তাহলে আপনারা কেন সারাদিন আমাকে মেসেজ পাঠান? কল করেন আপনাদের দুনিয়ার সব সার্ভিস নিয়ে, আমি আগ্রহী না হওয়া সত্ত্বেও!
05. (কোরবানি ঈদের জোকস)
গরুর হাট থেকে এক গরু স্ট্যাটাস দিলঃ "ধুর ৩ দিন ধইরা খাড়ায়া রইছি, কেউ দামই জিগায় না। স্ট্যাটাসে কমেন্ট পড়ল...
১ম গরুঃ হালারপুত মাথা উঠাইস না, দাত-মুখ খিচ্চা দাড়ায়া থাক।
২য় গরুঃ কেউ দাম না জিগাইলে এই যাত্রা বাইচা যাবি।
৩য় গরুঃ কোন হাটে যে আইলাম মামা একটাও ললনা দেহি না। আমারে যে ক্যান বসুন্ধরা মার্কেটে নিলো না?
ছাগলঃ প্লিজ এড মি, এড মি আই এম ব্লক।
কুকুরঃ হালা ওইদিন না আমারে হুমকি দিছিলি আইডি খায়া দিবি, মনে আছে? এইবার ঈদে তোর হাড্ডিগুলা সব একাই চাবামু।
(Collected and edited)