টপিকঃ আচিল হলে কি করবো?
আমার ঠোটের কোনে একটা ছোট আচিল হয়েছে। পুরো দের মাস হতে চললো। এখন মনে হচ্ছে এটা একটু একটু করে বড় হচ্ছে। সবাই বলছে হোমপেথি খেতে। এখন কোনটা খাব? হোমপ্যাথি নাকি এলোপ্যাথি? কি করা উচিত এই মুহুর্তে আমার?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » আচিল হলে কি করবো?
আমার ঠোটের কোনে একটা ছোট আচিল হয়েছে। পুরো দের মাস হতে চললো। এখন মনে হচ্ছে এটা একটু একটু করে বড় হচ্ছে। সবাই বলছে হোমপেথি খেতে। এখন কোনটা খাব? হোমপ্যাথি নাকি এলোপ্যাথি? কি করা উচিত এই মুহুর্তে আমার?
হোমিওপ্যাথি,কাজ হয়, এ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোন চিকিৎসা নাই।
হোমিওপ্যাথি শুরু করেন
আমি ল্যাব এইডে এক ডাক্তার দেখিয়ে ছিলাম আচিল এর জন্য। ডাক্তার বললো ওষুধ নাই - অপারেশন করতে ৫০০০ টাকা লাগবে।
পরে হোমিওপ্যাথি খেয়ে ছিলাম । 1M (নাকি 10M ঠিক মনে নাই) পাওয়ারের Thuja নামক ওষুধ খালি পেটে সকালে ২ বার খেয়ে ছিলাম । খাওয়ার ২ সপ্তাহের মধ্যে প্রথম রিয়েকশন দেখলাম। আস্তে আস্তে আচিল উঠে আসতে লাগলো। পরের ২ সপ্তাহে পুরা নাই হয়ে গিয়ে ছিল আচিল টি। এখনো আর হয় নাই।
থুজা ওষুধ নিয়ে একটি বিস্তারিত লেখা বাংলাতে http://www.dainikazadi.org/details2.php … page_id=31
হোমিওপ্যাথি,কাজ হয় কিন্তু সময় লাগবে। আমাকে একজন একটা টেপ দিয়ে ছিলো কি একটা এসিড থাকে ঐটার সাথে সম্ভবত silicic acid কয়েকদিন ব্যবহার করলাম এটাও সময় লাগবে মনে হলো পরে ফ্রেন্ডের ক্লিনিকে যেয়ে শিকড়সহ কেটে ফেললাম। এই টায় সহজ সমাধান মনে হলো আমার কাছে।
এ প্রসঙ্গে আঁচিল কেন হয় কেউ যদি সেব্যাপারে আলোকপাত করতেন।
অগ্রিম ধন্যবাদ ।
এ প্রসঙ্গে আঁচিল কেন হয় কেউ যদি সেব্যাপারে আলোকপাত করতেন।
আঁচিলের সমস্যা!
ডা. হোসনে আরা বেগম
শরীরের নানা জায়গায় আঁচিল হতে দেখা যায়। আঁচিল আসলে ত্বকে একধরনের ভাইরাসের আক্রমণের কারণে তৈরি হয়। এর নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিন্তু এর চিকিৎসা মোটেও অ্যান্টিভাইরাল থেরাপি বা কোনো ওষুধ নয়।
স্থানভেদে আঁচিলের চিকিৎসা বিভিন্ন হবে। হাত-পা বা অন্য কোনো জায়গায় যে আঁচিল হয়, তা ইলেকট্রো কটারি বা ক্রায়ো সার্জারি করে তুলে ফেলা যায়। এ জন্য হাসপাতালে ভর্তি হতে হয় না। রাসায়নিক পদার্থ, যেমন ডুয়োফিল্মের সাহায্যে কেমিক্যাল কটারিও করা যায়। তবে গোপনাঙ্গে যেসব আঁচিল হয়, তার চিকিৎসায় পোডোফাইলিন কেমিক্যাল কটারি করা হয়। ইলেকট্রো কটারি বা ক্রায়ো সার্জারিও করা যাবে। তবে এর বিশেষত্ব হলো, একই সঙ্গে যৌনসঙ্গীরও চিকিৎসা করতে হবে, নয়তো পুনরায় হতে পারে। আর গোপনাঙ্গে কিছু বিশেষ প্রজাতির ভাইরাস আক্রমণ করলে এ থেকে পরে ক্যানসারও হতে পারে। সে ক্ষেত্রে বিশেষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিপরীতে টিকা নিয়ে সেই ঝুঁকি
কমানো যায়। দেখতে আঁচিলের মতো হলেও অনেক কালো বেড়ে ওঠা ত্বকই কিন্তু আঁচিল নয়। বিষয়টি বুঝতে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো। এ ছাড়া আঁচিলের চিকিৎসায় লেজারও ব্যবহূত হয়; যদিও এটি ব্যয়বহুল। চর্ম ও যৌন রোগ বিভাগ বারডেম হাসপাতাল।
http://www.prothom-alo.com/life-style/a … F%E0%A6%BE
সবাইকে ধন্যবাদ। দেখি কালই হোমিওপ্যাথিতে দৌড় দিতে হবে।
আচিল কি?
আচিল কি?
কিছু ছবি দেখলেই বুঝতে পারবেন।
গুগল থেকে নেওয়া...
==============================================
===============================================
সবাইকে ধন্যবাদ। দেখি কালই হোমপ্যাথিতে দৌড় দিতে হবে।
![]()
বানানটা ঠিক করে নেবেন আশারাখি
হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রীটমেন্ট আছে ।
(ছুরি, কাচি
দরকার নেই, আর পুড়িয়ে দেওয়ারও দরকার নেই, এগুলি করলে সাধারনত দেখা যায় আবার দেহের অন্য জায়গায় দেখা যায়,
)
তার মধ্যে থুজা সব থেকে বেশি ব্যবহৃত হয়।
এবং অন্যান্য সিম্পটম মিলিয়ে, থুজা যদি ইন্ডিকেটেড রেমেডি হয়, আর পোটেন্সি সিলেকশান যদি ঠিক হয়।
তাহলে খুব তাড়াতাডি ৫-১০ দিনের ভিতরে কাজ হয়। (হবেই)
ডালকামারা, কস্টিকাম, নাইট্রিক এ্যসিড, নেট্রাম মিউর ইত্যাদিও খুব ভালো রেমেডি।
আচিল কোথায় হয়েছে, কেমন দেখতে সেটা চ্যাপ্টা নাকি শিং এর মত নাকি অন্য রকম , সেটাও একটা বড় ফ্যাক্টর হোমিও রেমেডি সিলেকশানে ।
যাই হোক আমরা যেটা কে ঝাউ গাছ বলে চিনি, তা থেকেই এই থুজা ওষধ টি তৈরি হয়।
একবার দেখে নেওয়া যাক...
কি দেখলেন ?
প্রাকৃতিক আচিল, তাই না !!
তাই বোধহয় হোমিওপ্যাথি ন্যাচারাল !!!!
তবে অবশ্যই ডাক্তার বাবুর পরামর্শ নেবেন...। কারন আপনার ক্ষেত্রে প্রযোজ্য ওষুধ থুজা না হয়ে, কষ্টিকাম বা ডালকামারাও হতে পারে।
থুজার ম্যাজিকাল পাওয়ার আমি দেখেছি। পায়ের পাতার মধ্যে থোকা থোকা আঁচিল ছিলো একজনের। থুজা খাওয়ানোর পরে একদম গায়েব
দুনিয়ায় আর জায়গা পেলো না পলাশ ভাইয়ের ঠোঁটের কোনায় গিয়ে আচিল হচ্ছে , বিয়েথা করে ফেলেন । ভাবি ছুলে যদি যায়
।
আগে দেখতাম আচিল হলে প্রথমে ব্লেড দিয়ে কেটে চুন লাগিয়ে দিতো , কিন্তু থুজার কথাটা জানতাম না । যাক জেনে ফেললাম আমার দরকার আছে
শুনেছি হোমিওপ্যাথিতে আচিলের ভালো চিকিৎসা হয়
থুজার ম্যাজিকাল পাওয়ার আমি দেখেছি। পায়ের পাতার মধ্যে থোকা থোকা আঁচিল ছিলো একজনের। থুজা খাওয়ানোর পরে একদম গায়েব
ব্রাশু ভাইয়ের মন্তব্য আশা করছি।
শুনেছি আচিল কয়েকটি জটিল রোগ থাকার লক্ষন প্রকাশ করে, কথাটা কত টুকু সত্য?
তার-ছেড়া-কাউয়া লিখেছেন:থুজার ম্যাজিকাল পাওয়ার আমি দেখেছি। পায়ের পাতার মধ্যে থোকা থোকা আঁচিল ছিলো একজনের। থুজা খাওয়ানোর পরে একদম গায়েব
ব্রাশু ভাইয়ের মন্তব্য আশা করছি।
ব্রাশু ভাইয়ের ব্রাশ ফায়ার আশা করছি
শুনেছি আচিল কয়েকটি জটিল রোগ থাকার লক্ষন প্রকাশ করে, কথাটা কত টুকু সত্য?
হুম! একদম ঠিক কথা।
কিন্তু শুধু আচিল নয়, আমাদের ইন্টারন্যাল ভাইটাল অরগ্যানের কোনো সমস্যা হলে, আমাদের বডি বা সিস্টেম চায় সব সময় ভাইটাল অরগ্যান কে সেভ করতে, তাই ভাইটাল অরগ্যানের যে ডেভিয়েশান গুলি থাকে তা কম গুরুত্ত্ব পূর্ন জায়গায় বা এক্সাটারন্যালের দিকে (লাইক স্কিন) ঠেলে দেয় , এবং ইন্টারন্যাল ভাইটাল অরগ্যান কে সেভ করে।
একটা উদাহরন দিলে বোঝা যাবে...
সাধারনত একজিমা কে সাপ্রেসিভ কিছু দিয়ে ট্রীটমেন্ট করলে লাইক কড়া ডোজের স্টেরয়েড অয়েন্টমেন্ট লাগালে, সেটা কমে গিয়ে দমের কষ্ট বা এস্থমা দেখা দেয়।
আবার যখন আপনি দমের কষ্ট বা এস্থমা কমানোর ট্রীটমেন্ট করবেন তখন আবার একজিমা ফিরে আসবে।
তার মানে চামড়ার সাথে নিশ্চয় ফুসফুসের একটা সম্পর্ক আছে। আগে নিশ্চয় লাংসে কোনো সমস্যা ছিলো যেটা কে লাং ঠেলে দিয়েছিলো চামড়ার দিকে... আবার আপনি যখন স্কিনের দিকে নজর দিলেন মানে স্টেরয়েড নিয়ে তাড়া করলেন সে আবার ব্যাক টু প্যাভিলিয়ান, মানে আবার পুরানো জায়গায় ফিরে গেল...
অন্য অনেকের মতো আমিও ব্রাশু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হোমিওপ্যাথি যে পদ্ধতিতে কাজ করে বলে দাবি করে, তা বিজ্ঞানের সাথে যায় না— এ ব্যাপারে আমি কনভিন্সড; কিন্তু মানুষের অভিজ্ঞতা তো ভিন্ন কথা বলে!
অন্য অনেকের মতো আমিও ব্রাশু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হোমিওপ্যাথি যে পদ্ধতিতে কাজ করে বলে দাবি করে, তা বিজ্ঞানের সাথে যায় না— এ ব্যাপারে আমি কনভিন্সড; কিন্তু মানুষের অভিজ্ঞতা তো ভিন্ন কথা বলে!
বিজ্ঞান কি সব সময় শেষ কথা বলবে... মনে হয় না।
কারন এর পরই আসে আসে ফিলোজফি... তাদের ও কিছু কথা আছে তাই না !!!
হোমিও রেমেডির ৩০ পোটেন্সির উপরে গেলে , তাতে মুল ইনগ্রেডীয়েন্টএর কোনো অনু পাওয়া যায় না,
তাতে কার দোষ?
হোমিওপ্যাথির দোষ?
নাকি , সায়ন্সের দোষ।
সায়ন্সও তো অনেক ক্ষেত্রে কল্পনা নির্ভর, তাই না।
আমি অনেক বার বলেছি , শুধু বলেছি নয়, আপনাদের হাতে অস্ত্রও তুলে দিয়ে দিয়েছি।
আপনারা নিজেরা প্রমান করে নিন। কিভাবে , কাদের উপর প্রমান করবেন তাও বলে দিয়েছি।
যিনি বলবেন হোমিওপ্যাথি কাজ করে না, তিনি যেন একবার প্রমান করে নেন।
অথবা আপনার ছাগল, আপনি যেদিকে খুশি কাটতে পারেন...।
এর আগেও অন্যান্য টপিকে আমার কিছু প্রশ্ন অনেকেই সুকৌশলে এড়িয়ে গেছেন ...
কারন তার জবাব হয়তো বিজ্ঞান এখোনো দিয়ে উঠতে পারিনি, তাই তার ঠিক ঠাক জবাব কেঊ দেয়নি।
তার মানে সেটা মিথা হয়ে যায় নি।
যাই হোক খানিকটা অঃটঃ হয়ে যাচ্ছে ,তাই ...
আস্থাটা বিজ্ঞানের ওপরই রাখি। বিজ্ঞান যেটা বাতিল করে দেয়, সেটার ওপর আস্থা রাখি না। যখন ব্যাখ্যা করতে পারবে, তখন নতুনভাবে আবার মেনে নিব। বিজ্ঞান দ্বারা প্রমাণিত হলে যে কোনোকিছুকে মেনে নিতে আপত্তি নেই— তা দুদিন আগে হোক বা পরে। অফটপিক না হয় এখানেই থাকুক। এ ব্যাপারে ব্রাশুদা ভালো বক্তব্য দিতে পারবেন বলে তাঁর মনোযোগ আকর্ষণ করেছি।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » আচিল হলে কি করবো?
০.১০৮৮৭৮১৩৫৬৮১১৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.৪৯২৮৩৯৯২৭৪৭৫ টি কোয়েরী চলেছে