২১ ১৪-১০-২০১৪ ২৩:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয়১ (১৪-১০-২০১৪ ২৩:৫৭)
২২ ১৪-১০-২০১৪ ২৩:৫৮ সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (১৫-১০-২০১৪ ০০:২০)
Re: আচিল হলে কি করবো?
২৩ ১৫-১০-২০১৪ ০০:১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন বাংলারমাটি (১৫-১০-২০১৪ ০০:২৮)
Re: আচিল হলে কি করবো?
Re: আচিল হলে কি করবো?
২৫ ১৫-১০-২০১৪ ০১:০১ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয়১ (১৫-১০-২০১৪ ০১:০৩)
Re: আচিল হলে কি করবো?
Re: আচিল হলে কি করবো?
২৭ ১৫-১০-২০১৪ ০৯:৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন পলাশ মাহমুদ (১৫-১০-২০১৪ ০৯:৩৩)
Re: আচিল হলে কি করবো?
সময়ের অভাবে এখনো পর্যন্ত ডাক্তার দেখানো হয় নাই তবে তিনটা পদ্ধতির কথা শুনলাম, যারা পদ্ধতিগুলো বলেছে তারা হান্ডেট পারসেন্ট অভার শিউর যে এই পদ্ধতিতে আচিল যাবেই। যদিও পদ্ধতিগুলো এপ্লাই করি নাই। পদ্ধতিগুলো হলো
১। পানের বোটা মাঝ খান থেকে ভেংগে তার মাঝে চুল লাগাতে হবে। এবার রাতে ঘুমানোর আগে চুন আর পানের বোটা আচিলের উপর কিছুক্ষন ঘষে লাগিয়ে দিলে সকালে উঠে দেখবো আচিল পরে গিয়েছে। তবে এতে একটা সমস্যা আছে- আচিলের স্থানে একটা দাগ চিহ্ন থেকে যেতে পারে।
২। এটা ম্যাছের কাঠি পদ্ধতি। এই পদ্ধতি প্রয়োগ করতে হলে অভিজ্ঞ পাবলিকের কাছ থেকে করতে হবে। বাড়িতে, স্কুলে, বিদ্যালয়ে, অফিসে নিজে নিজে করাটা উচিত নয়। এই পদ্ধতিতে সাথে সাথে আচিল নির্মূল হয়ে যাবে। পদ্ধতিটা অনেকটা এমন- একজন ম্যাছের কাঠি জ্বালাবে আর সেই আগুনের ছ্যাকা আচিলের উপর অল্প অল্প করে দিবে। এতে কোন প্রকার ব্যাথা পাবেন না। সম্পূর্ন ব্যাথা মুক্ত। এই রকম জ্বালাও পোরাও পদ্ধতি প্রয়োগ করে আচিল তুলে নিয়ে আসবে।
৩। একটা চুল বড় সাইজের (মেয়েদের মাথায় পাওয়া যাবে অথবা জেমস বন্ডের মাথায়) নিয়ে রাতে ঘুমোতে যাবার আগে আচিলটা বেধে দিতে হবে। সকালে উঠে দেখবেন আচিল কেটে পড়ে গিয়েছে।
এতো এতো পদ্ধতি আর কর্মকান্ড শুনে তো মনে হচ্ছে আচিল ফেলানো ওয়ান টুর ব্যাপার। আমার অফিসের পিউনও পারে, ব্যাটা দেখা হলেই প্রতিদিন প্রতিঘন্টায় বলে- স্যার আসেন আচিল ফেলে দেই
দেখি প্রথম পদ্ধতিটা ট্রাই মারবার ইচ্ছে আছে। যদি এতে কাজ না করে তাহলে ডাক্তারের কাছে দৌড় দিবো
২৮ ১৫-১০-২০১৪ ১২:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১৫-১০-২০১৪ ১৬:২০)
Re: আচিল হলে কি করবো?
Re: আচিল হলে কি করবো?
এবার amilee ভাইয়ের বক্তব্য আশা করছি
৩০ ১৫-১০-২০১৪ ১৫:২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১৫-১০-২০১৪ ১৬:৩৩)
Re: আচিল হলে কি করবো?
Re: আচিল হলে কি করবো?
মেজ রে নি আচিল কয়?
Re: আচিল হলে কি করবো?
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"