টপিকঃ চুল পড়া রোধে মিনক্সিডিল কি আসলেই কার্যকরী?
বেশ কিছু জায়গায় দেখলাম লিখা আছে
যুক্তরাষ্ট্রেরে এফডিএ এ পর্যন্ত চুলপড়া সমস্যার চিকিৎসার ক্ষেত্রে মাত্র দুই ধরণের ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এগুলো হল মাথার ত্বকে ব্যবহারের জন্য মিনক্সিডিল এবং মুখে খাবার ওষুধ ফিনাস্ট্রাইড।
সবচেয়ে আশার কথা হল বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় কোম্পানি এফডিএ অনুমোদিত দু’ধরণের ওষুধই তৈরি করছে। তাই দেশের লক্ষ লক্ষ চুলপড়া সমস্যার রোগীদের জন্য এটা নিঃ সন্দেহে আশার কথা।
চুলপড়া সমস্যার ক্ষেত্রে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ওষুধ মিনক্সিডিল এবং ফিনাস্ট্রাইড। এন্ড্রোজেনেটিক এলপেসিয়ার ক্ষেত্রে পুরুষের জন্য ফিনাস্ট্রাইড কার্যকর। সমস্যা হল ফিনাস্ট্রাইড মহিলাদের জন্য কার্যকর নয়। শুধুমাত্র মিনক্সিডিল পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কার্যকর। বাংলাদেশে ফিনাস্ট্রাইড তৈরি করছে স্কয়ার ও বেক্সিমকো। ফিনাস্ট্রাইড এর অনুরূপ স্কয়ার এর প্রনর ট্যাবলেট এবং বেক্সিমকোর রিকার ট্যাবলেট চুলপড়া সমস্যায় দেয়া হয়। আর মিনক্সিডিল লোশন জেনোগ্রো নামে তৈরি করছে ইনসেপ্টা ফার্মা। এছাড়া অপর একটি কোম্পানিও মিনক্সিডিল তৈরি করছে। মিনক্সিডিল তৈরি লোশন পুরুষদের জন্য ৫% এবং মহিলাদের জন্য ২% ব্যবহার করার নিয়ম। মিনক্সিডিল চুলপড়া রোধ, সরু হয়ে যাওয়া চুল স্বাভাবিক অবস্থায় আনতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
এখন ফোরামের ডাক্তার ভাই দের কাছে আমার জিজ্ঞাসা এগুলো কী আসলে কাজ করবে নতুন চুল গজানো ও চুল পড়া রোধে।
আসলে মাথার তালু ফাঁকা হয়ে যাচ্ছে তাই কেউ বিষয় টি সম্পর্কে জানালে উপকৃত হব।