টপিকঃ উবুন্টু ইনস্টল নিচ্ছে না
আমি Windows ব্যবহার করি । সম্প্রতি লিনাক্স ব্যবহারের প্রতি আগ্রহী হয়েছি । বাজার থেকে লিনাক্স উবুন্টু ১০.৪ LTS এর একটা সিডি কিনেছি । আমার নেটবুকে কোন সিডি/ডিভিডি ড্রাইভ নেই । তাই সেটি পেনড্রাইভে কপি করে ইনস্টল দেয়ার চেষ্টা করি । কিন্তু iso missing বলতেছে । অনেকের কাছে হেল্প চাইছি তারা বলে universal usb বা Linux live usb maker দিয়ে পেনড্রাইভ বুটেবল করতে । কিন্তু আমার কাছে তো কোন ISO File নেই । শুধু সম্পুর্ন সিডিটা কপি করা আছে । এখন আমি উবুন্টু সেটাপ দিব কিভাবে?