টপিকঃ কম্পিউটারের সিস্টেম ড্রা: কে কিভাবে ফিক্সড রাখব?

আমি গ্রামে থাকি। অনেক ছোট খাট বিষয় আছে যা বুঝতে পারি। কিন্তু অবাক লাগে যে কাজ বুঝলেও কোন সফ্টওয়্যার দিয়ে করা তা বুঝতে পারিনা। তেমনি একটি সমস্যা হল যে এক কম্পিউটারে দেখলাম কম্পিউটারে সি ড্রা:-এ যা কিছু ফাইল রাখেন না কেন, আর যে কোন ফাইল ডিলেট করেন না কেন কম্পিউটার রিস্টার্ট দিলে আগের ফাইল নিয়ে অপেন হচ্ছে। আমি অনেক নেটে ঘাটা ঘাটি করে বিষয়টা ক্লিয়ার হতে না পেরে আপনাদের ফোরামের সাহায্য নিচ্ছি। যদি কোন ফোরামিক বিষয়টা জানেন তাহলে সফ্টওয়্যারের নাম সহ সাহায্য করলে আমার মনে হয় আমরা অনেকেই উপকৃত হব।

মধুপুর থেকে তুহিন বাবু

Re: কম্পিউটারের সিস্টেম ড্রা: কে কিভাবে ফিক্সড রাখব?

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: কম্পিউটারের সিস্টেম ড্রা: কে কিভাবে ফিক্সড রাখব?

আমি গ্রামে থাকি। অনেক ছোট খাট বিষয় আছে যা বুঝতে পারি। কিন্তু অবাক লাগে যে কাজ বুঝলেও কোন সফ্টওয়্যার দিয়ে করা তা বুঝতে পারিনা। তেমনি একটি সমস্যা হল যে এক কম্পিউটারে দেখলাম কম্পিউটারে সি ড্রা:-এ যা কিছু ফাইল রাখেন না কেন, আর যে কোন ফাইল ডিলেট করেন না কেন কম্পিউটার রিস্টার্ট দিলে আগের ফাইল নিয়ে অপেন হচ্ছে। আমি অনেক নেটে ঘাটা ঘাটি করে বিষয়টা ক্লিয়ার হতে না পেরে আপনাদের ফোরামের সাহায্য নিচ্ছি। যদি কোন ফোরামিক বিষয়টা জানেন তাহলে সফ্টওয়্যারের নাম সহ সাহায্য করলে আমার মনে হয় আমরা অনেকেই উপকৃত হব।