টপিকঃ Xbox এর দুটি সমস্যা। সমাধান আশা করছি।

আমার প্রশ্ন হল আমার Xbox প্রায়ই নিজে নিজে রিবুট নেয় টানা কয়েকবার সিডি অথবা হার্ডডিস্ক থেকে গেইম খেলতে গেলে। আর কিছু কিছু গেইম খেলতে গেলে ফ্রিজ হয়ে গেলে কী করব?

কনসোলঃ Xbox 360 E
বোর্ডঃ Corona
ফ্যাশঃ Corona
টাইপঃ Glitch 2
কার্নেল/ড্যাশবোর্ডঃ 2.0.16756.0
মেমোরীঃ Seagate 500 GB
মডঃ ডুয়াল মড

বিঃ দ্যঃ ঢাকার বাইরে যাচ্ছি। তাই আমি আপনাদের মতামতের উত্তর প্রায় তিন/চার পর দিব।

কলমে কালি নাই....