টপিকঃ কবিতায় ঝগড়া
দাম্পত্ত জিবনে ঝগড়া হয়না এমন পরিবার খুজলে হয়তবা একটিও পাওয়া যাবেনা, কোন কিছু না পেলেও কোন না কোন বিষয় নিয়ে ঝগড়া হবেই, আবার দু'জন মিলেই সাজায় সুখের স্বর্গ , তেমনি একটি ঝগড়া এখানে তুলে ধরা হলো , আমরা কম বেশী সবাই কবি গান শুনেছি, কিন্ত কবিতার মাধ্যমে ঝগড়া আগে কেই হয়তবা শনেছেন কেউ শুনেননি, বিয়ের পর স্বামী স্ত্রীর কবিতার মাধ্যমে ঝগড়া তুলে আনা হলো ফেবু থেকেঃ
স্বামীঃ
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
আগে জানলে আনতাম না ঘরে
এমন ঝগড়াটে বউ।।
স্ত্রীঃ
নোটন নোটন পায়রা গুলি
ঝোটন বেঁধেছে ,
আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?
স্বামীঃ
ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ,
বিয়ের আগে লক্ষী মেয়ে, কিছুই চাইতো না।
স্ত্রীঃ
হাড় কিপ্টা………।
স্বামীঃ
আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই,
বিয়ের পরে এখন শুধু করে যে খাই খাই।।
স্ত্রীঃ
ছিপখান তিন দাঁড় তিন জন মাল্লা,
কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।।
স্বামীঃ
ভোঁর হল দোড় খোল খুকুমনি উঠোরে,
ভালো যদি না লাগে বাপের বাড়ী ছোটরে।।
স্ত্রীঃ
আগডুম বাগডুম ঘোড়ারডুম সাঁজে,
আগে বুঝি নাই তুমি এত বাজে।।
স্বামীঃ
আয় বৃষ্টি ঝেঁপে ধান দিবো মেপে,
আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।।
স্ত্রীঃ
আগে কি বলতে মনে আছে ?? পূরণ করতে তোমার
মনের সাধ, আকাশ থেকে আইনা দিমু চাঁদ।।
এখন বাজার থেকে শাড়ি আনাও বাদ,
কে জানত আগে, প্রেমে এত খাঁদ
@FB