টপিকঃ অনুগ্রহ করে পরামর্শ দিয়ে একটু সাহায্য করবেন??

আমি একজন জাতীয় ইউনিভার্সিটিতে নামে মাত্র অনার্স পড়ুয়া প্রথম বর্ষের ছাত্র। আমার কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে তার কিছু জানি! শুধু পড়ালিখা করতে মন বসে না একেবারেই। তাছাড়াও তথাকথিত এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমার কোনো ফেইদ নাই। বলা যায় একেবারেই উঠে গেছে। সেই এইচ এস সি হতে আমার পাঠ্য বইয়ের সাথে সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমার এইচ এস সি রেজাল্ট বাজে হয়। তার পর বই খুলে দেখার ইচ্ছেটা হারিয়ে ফেলি। মোবাইল, পিসি, ইন্টারনেট, ইলেকট্রনিকস, আইটি সেক্টর আমার ভাল লাগা সেই শিশুকাল থেকেই।
Proxy-Connection: keep-alive
Pragma: no-cache
Keep-Alive: 115

আমাকে একটু বলা যাবে আমি এখন কি করতে পারি। পড়াশোনা ভাল লাগে না, মানুষিক চাপ নিয়ে জোর করে কন্টিনিউ করে যাবো? পড়াশোনা ছাড়া আর কি করতে পারি? অথবা আইটি সেক্টরে পড়াশোনা বিষয়ে যদি সাহায্য করতেন কেউ? ফ্রিলায়েন্সিং, ওয়েভ ডেভলোপিং, গ্রাফ্রিক্স এসব বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইলে কি কি করতে হয়? কতদূর পড়াশোনা লাগে বিস্তারিত বলে যদি কেউ একটু সাহায্য করতেন আমায় তবে কৃতজ্ঞ হতাম ।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছিন্নমূল (২৫-০৯-২০১৪ ২২:৩৪)

Re: অনুগ্রহ করে পরামর্শ দিয়ে একটু সাহায্য করবেন??

অন্তত কষ্ট করে অনার্স বা পাস কোর্স শেষ করুন। এ যুগে কেরানীর চাকরী করতে গেলেও অনেকে মার্ষ্টার্স চায়। সুতরাং অন্তত অনার্স / ডিগ্রী কোর্স কমপ্লিট না করলে মুরগীর খামার বা কৃ্ষি কাজ করা ছাড়া উপায় নাই।

আপনি আইটিতে পড়াশুনা করতে চান। আইটি বিষয়ক বিভিন্ন ইন্সটিটিউট আছে। ডেফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি) এই ক্ষেত্রে ভালো। সেখানে গিয়ে যোগাযোগ করুন।

Re: অনুগ্রহ করে পরামর্শ দিয়ে একটু সাহায্য করবেন??

ছিন্নমূল ভাই আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে পড়াশোনা চালিয়ে না যাওয়ার ভূত মাথায় চেপেছে। আপনার কথামতো সকলেই আমাকে তাই বলছে অন্তত পড়াশোনাটা চালিয়ে যা। দেখি ভাই চেষ্টা করবো ধন্যবাদ