টপিকঃ মঙ্গল গ্রহের কক্ষপথে ভারতের মহাকাশযান
বুধবার সকলে ভারতের মাহকাশনযান "মঙ্গল্যায়ন" সফল ভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে স্থাপন করেছে। এই ঘটনায় আসলে তিনটা রেকর্ড হয়েছে! প্রথমত, পুরো এশিয়ার প্রথম দেশ হিসেবে মঙ্গলে সফল যান পাঠানোর গৌরব এখন ভারতের দ্বিতীয়ত, ভারতই প্রথম দেশ যে প্রথম চেষ্টাতেই মঙ্গলে যান পাঠাতে সফল হয়েছে। এবং তৃতীয়ত, সর্বনিম্ম খরচে পাঠতে পেরেছেন।
এই যাত্রার প্রধান লক্ষ হল মঙ্গলে পুর্ব প্রানের অস্তিত্বের আলামত খোজা। বিশেষ ভাবে বায়ুমন্ডলে মিথেন এবং প্রান সহয়ক জৈবযৌগের সন্ধান করা।
ইন্ডিয়ার মাহাকাশ গবেশনায় ব্যায় কে অনেকে বাকা দৃষ্টিতে দেখলেও আমি মনে করি এটা ছিল প্রয়োজনীয় এবং সঠিক সিদ্ধান্ত। অন্তত দুনিয়ার মানুষ কে চোখে আঙুল দিয়ে দেখাতে পেরেছে পশ্চিমা বিশ্বের ব্যাবসায়ীদের হাতে এই ছোট্ট দুনিয়া কতটা জিম্মি। দুনিয়ায় ডায়মন্ড মার্কেটের মতই সুনিপুন ভাবে স্পেস মার্কেট কে নিয়ন্ত্রন করা হচ্ছে।
ট্রান্সফর্মারমুভির ডায়লগটা মনে আছেতো
Do you know why we've not been back
to the moon since 1972?
Because these two, they came to my dad and they told him
to do some creative accounting. Make it way too expensive to ever go back. So, he and the others shut down the American and Russian space programs.
এখানের কারনটা মিথ্যা হলেও ব্যাবসায়ীরা যা করছে সেটা মিথ্যে নয়!! ইন্ডিয়ার এই প্রজেক্টের সর্বমোট খরচ হল ৭৪ মিলিওন ডলার, অন্যদিকে দুদিন আগে অরবিট নেয়া নাসার মঙ্গল যান ম্যাভেনের খরচ হল ৬৭১ মিলিওন!! আমি সিওর ইন্ডিয়ার খরচ আরো কম হত যদিনা ব্লুপ্রিন্ট এবং পেটেন্ট রয়েলিটির মত হাস্যকর খরচ পশ্চিমা ব্যাবসাহীদের চুকাতে না হত!
মানবজাতি নিজেদেরকে নিজেরা যেভাবে প্রহসন করছে... এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা।
যাইহোক মঙ্গল্যায়নের বাকি মিশন সফল হোক এই কামনা।