টপিকঃ তাদের দিয়ে কি হবে?
এই যদি হয় তাদের কার্যলায়ের অবস্থা তাহলে তাদের দিয়ে আর দেশের কতটুকু উন্নতি হবে বা হচ্ছে
শিমুল বারী, ঢাকা : আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিউনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ময়লাযুক্ত পানির দুর্গন্ধে কেউ ভিতরে ঢুকতে পারছেন না।
পয়ঃনিষ্কাশনের পাইপ ভেঙ্গে নীচ তলায় নোংরা পানি ঢুকে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
নেতা-কর্মীরা বলছেন, বর্তমানে এখানকার অবস্থা বাথরুমের চেয়েও বেশি খারাপ। যার ফলে অফিসে ঢুকতে পারছেন না কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক কর্মী জানান, মহানগর নেতারা মন্ত্রী হওয়ার পর দলীয় কার্যালয় এখন আবর্জনার স্তুুপে পরিণত হয়েছে।
শীর্ষ নিউজ ডটকম/বারী/এএস/এমএইচ
২২ সেপ্টেম্বর, ২০১৪
- See more at: http://www.sheershanews.com/2014/09/22/ … 5Gy44.dpuf
সমন্বয়ক নোট:
প্রজন্ম ফোরাম রাজনৈতিক আলোচনা সমর্থন করে না। এ ধরণের টপিক করা হতে বিরত থাকুন।