টপিকঃ প্রচলিত সনাতনী টেলিফোন নাম্বার / বিল কি ভাবে নির্ধারণ করা হয় ?
ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে যেভাবে আইপি বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আমরা যুক্ত হই সেখানে ম্যাক ম্যাচিং এর বাবস্থা ও থাকে । আইপি ফোনে আইপি ক্ষেত্রে ও যেভাবে আইপি দিয়ে আমরা আমরা যুক্ত হই।
আমার প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে টেলিফোন নাম্বার এর বিপরীতে বিল হয়, এখানে কি এমন বাবস্থা যে সংশ্লিষ্ট সুইচ এর সংশ্লিষ্ট পোর্টের নাম্বার এর সাথে টেলিফোন নাম্বার কোন সম্পর্ক থাকে যার ভিত্তিতে বিল হয়।
কারণ টেলিফোন সেট পরিবর্তন করলে কোন সমস্যা হয় বলে আমার মনে হয় না , আবার এলাকা বদল করলে টেলিফোন অফিস এ আবেদন করা লাগে।
প্রচলিত সনাতনী টেলিফোন সিস্টেম এর সাথে ইন্টারনেট সিস্টেম মিল অমিল বা সম্পর্ক এবং উপরোক্ত প্রশ্নের উত্তর আসা করছি ফোরামিকদের কাছ থেকে ।
আর একটা প্রশ্ন টেলি কমিউনিকেশন loop start ও ground start এর বেপারটা সচিত্র বর্ণনা দিয়ে কেও ব্যাখ্যা করবেন?