টপিকঃ বিটকয়েন লেদদেন করলেই জেল- সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক
বিটকয়েনে লেনদেন যে বাংলাদেশে নিষিদ্ধ তা আগে জানা ছিল না। আজকে বাংলাদেশ ব্যাংক সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে এই নিয়ে। এখন থেকে বিটকয়েনে লেনদেন করতে গিয়ে ধরা খেলেই জেল। তাই সকলে সাবধান।
অনলাইনে কৃত্রিম মুদ্রা বিটকয়েনে লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, গভর্নর সচিবালয় এবং মহাব্যবস্থাপক (প্রটোকল-চলতি দায়িত্বে) জী. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তার কথা উল্লেখ করা হয়।
এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটকয়েন নামের অনলাইন ভিত্তিক কৃত্রিম মুদ্রায় (Crypto currency) লেনদেন বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।
বিটকয়েন বিবিধ বিনিময় প্লাটফর্মে (exchange platform) কেন-বেচা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটকয়েন কোনো দেশের ইস্যুকৃত বৈধ মুদ্রা (legal tender) নয়। বিটকয়েন বা বিটকয়েনের ন্যায় বা অন্য কোনো কৃত্রিম মুদ্রায় লেনদেন বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের কোনো সংস্থার স্বীকৃতও নয়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বহির্ভুত এ সব লেনদেন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আর তাই সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে বিটকয়েনের ন্যায় কৃত্রিম মুদ্রায় লেনদেন বা এ সব লেনদেনে সহায়তা করা ও এর প্রচার হতে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
কারণ বিটকয়েন কোনো দেশের ইস্যুকৃত বৈধ মুদ্রা (legal tender) নয়। বিটকয়েনের ন্যায় বা অন্য কোনো কৃত্রিম মুদ্রায় লেনদেন হতে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। - See more at: http://www.banglanews24.com/beta/fullne … ZJwPB.dpuf