টপিকঃ জীবন থেকে নেয়া
হাসির টপিকের পোস্ট বলে হাসতে হবে এমন কোন কথা নেই
এটা একটা বাস্তব ঘটনা মনে করতে পারেন আর আপনি যদি এমন অবস্থায় পড়তেন তবে কি করতেন?
"ট্রেনে প্রচন্ড ভীড় পা ফেলার মতও জায়গা নেই, ২ জনের সিটে বহু কস্ট করে ৩ জন করে বসেছে
ট্রেনের রডে, সিটের হ্যান্ডেলে লোক জন বসে আছে
২ জনের সিটে ৩ জন বসে থাকা একজন লোক ভিড়ের চাপে আর গরমে শুধু হুস খুস করছেন, সে মধ্যখানে বসা তার ২পাশে আরও ২জন, উঠতেও পারছেন না, যদি সিটটি হারাতে হয় সে ভয় - সে শুধু এপাশ ওপাশ করছেন আর প্রচন্ড ঘামছেন
-তার এই অবস্থা দেখে পাশের এক ভদ্র লোক তাকে সহানুভুতির সুরে বলেন
-ভাইরে আপনার কি হয়েছে,
-লোকটি বলে, ভাইরে ভালো লাগছে না
- পাশের লোকটি আবার বলেন, আপনি এককাজ করুন, রুমালের কোনাটি সরু করে নাকের মধ্যে দিন হাচি এলে শরীর হালকা লাগবে আর ভালোও লাগবে
- লোকটি পাশের লোকটির পরামর্শ অনুযায়ী তারপকেট থেকে রুমালটি বের করে তার কোনাটি ২/১টি পাক দিয়ে তা সরু করে তার নাকে দিলো, অমনি " হাঁচো...হাঁচো...হাচোঁ
- পাশের লোকটি বলেন কি ভাই এখন একটু ভালো লাগছে তো?
- লোকটি মুখ কালো করে বলেন, ভালো তো লাগছে, তবে কাজ তো হয়ে গেছে ............
বি.দ্র. লোকটির আসলে টয়লেটের চাপ এসেছিলো, ভিড়ের চাপে আর সিট হারাবার ভয়ে, টয়লেটে না গিয়ে চেপে বসে, কন্ট্রোল করতে চেস্টা করছিলো, তা্র পর যখন রুমালের কোনাটি নাকে দিয়ে হাচি দিলো, তখন টয়লেটের কাজ তার প্যান্টের ভীতরেই হয়ে গেছে