টপিকঃ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
এই পোষ্ট টা এখানে দেওয়ার কারন কারো যদি পরিচীত কেউ থেকে থাকে রাজশাহীতে যে মেধাবী এবং দারিদ্র একটা পার্ট টাইম কাজ পেলে তার উপকার হবে তাকে যাতে ইনফর্ম করা যায় এছাড়া অন্যরা অন্যভাবে নিবেন না কেমন।
রাজশাহীতে জরুরী ভিত্তিতে দুইজন পার্টটাইম মার্কেট প্রোভাইডার সাব ডেলিভারি ম্যান প্রয়োজন
কাজের ধরনঃ
* অর্ডার কৃত প্রোডাক্ট ( স্পেশালি প্রিন্টারের টোনার , আড়ং প্রোডাক্ট , ফুড আইটেম, মেডিকেল ইকুয়েপমেন্ট ) ডেলিভারি দেওয়া।
শিক্ষ্যাগত যোগ্যতাঃ
এইস এস সি অধ্যায়নরত মেধাবী এবং অস্বচ্ছল পরিবারের কাউকে খুঁজছিলাম যার কাজটা পেলে প্রকৃত পক্ষ্যে উপকার হবে ।
আবশ্যকতাঃ
* অবশ্যই চটপটা এবং চতুর হতে হবে ।
* সুন্দর উপস্থাপন কোয়ালিটি থাকতে হবে।
*অবশ্যই রাজশাহি বা এর আশেপাশের অধিবাসী হতে হবে।
* দুই বছরের চুক্তি করতে হবে এবং দুই বছর পর অন্তত ১ বছর একই ক্যটাগরীর কোথাও কাজ করতে পারবে না বা একই ধরনের ব্যাবসা করতে পারবে না।
সুযোগ সুবিধাঃ
* রেসিডেন্সিয়াল বা থাকার ব্যাবস্থা করা হবে ।
* শিক্ষাগত বা পড়া লেখার জন্য যাবতীয় ( বই , রেজিস্ট্রেশন ফি , প্রিপারেশন কোচিং অতঃপর এডমিশন কোচিং ) সাহায্য করা হবে
* ঈদ বা ফেস্টিভাল বোনাস দেওয়া হবে।
* মোবাইল এবং মাসিক মোবাইল বিল
কাজের সময়ঃ
সকাল ১০-১১.৩০ এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮.৩০
এছাড়াও প্রয়োজন অনুযায়ি যেকোন সময়।
বেতনঃ আলোচনা সাপেক্ষ্যে
আগ্রহীরা আগামী ২৫ তারিখ প্রর্যন্ত mehedi.prismit@gmail.com এ cv পাঠাতে পারবে।