টপিকঃ Secularism এর মুখোশ উন্মোচন।
হযরত শাহজালাল (রহঃ), হযরত শাহপরান (রহঃ) সহ ৩৬০ জন দরবেশ এই বৃহৎ গাংগেয় সমভূমি এলাকায় ব্যাপকভাবে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্র সবপ্রথম ভূমিকা পালন করেন। এর প্রায় ৮০০ বছর পেরো আজকের স্আধীন, সাবভৌম বাংলাদেশে [ যেখানে ৯০ শতাংশ জনগণ মুসলমান ] রাষ্ট্রযন্ত্রের কুটিলবদের ইসলামবিরোধী, নাস্তিকতাবাদী,[ তথাকথিত সেক্যুলারিজম ], ভারতীয় সাম্রাজ্যবাদ ও ইহুদীবাদীদের ষড়যন্ত্রের কাছে জিম্মি শুধুমাত্র ৯৫ বছর বয়সী অধ্যাপক গোলাম আযমই নন বরং এই ১৫ কোটি ধমপরায়ন মুসলমানের ভবিষ্যৎ রাজনৈতিক স্বাধীনতাও বটে।
১৭৫৭ সাল হতে ১৯৪৭ সাল পযন্ত ১৯০ বছরের ইংরেজ সাম্রজ্যবাদী শাসনের সময়ে পূব বঙ্গের সহজ, সরল, দরিদ্র, শ্রমজীবি কৃষক সমাজ হিন্দু জমিদারদের দ্বারা শুধুমাত্র অথনৈতিকভাবেই শোষন, বঞ্চনার শিকার হননি। এমনও ভূরি ভূরি উদাহরণ রয়েছে যেখানে হিন্দু জমিদারগণ গরু কুরবানি দেয়া, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা উদযাপন সহ বহু ক্ষেত্রে কর আরোপ, নিরুৎসাহিতকরণ, বাধাপ্রদান করেছেন শুধুমাত্র নিজেদের ধমীয় আক্রোশ চরিতাথ করবার জন্যেই।
[চলবে]
[ Copyright : All Rights Reserved by Muhammad Kamruzzaman Patwary ]