টপিকঃ উবুন্টু ঠিকমত বুট হচ্ছে না

ল্যাপটপে (ASUS K55N-AMD-A8) উইন্ডোজ-৮ (প্রিইনস্টলড) এর সাথে ডুয়াল বুট হিসেবে উবুন্টু-১৪.০৪ সেটাপ দিয়েছি। প্রথম কয়েকমাস কোন সমস্যা ছাড়াই চলেছে। এরপর হঠাৎ করে শেষ উবুন্টু ব্যবহার থেকে ল্যাপটপ অন করলে বা উবুন্টু থেকে রিস্টার্ট করলে গ্রাব মেন্যুর বদলে UEFI (BIOS) মেন্যুতে ওপেন হয় (অথচ শেষ উইন্ডোজ ব্যবহার থেকে অন করলে বা উইন্ডোজ থেকে রিস্টার্ট করলে ঠিকই গ্রাব মেন্যু শো করে)। UEFI থেকে f10 চাপলে গ্রাব মেন্যু পাওয়া যায়। এরপর গ্রাব থেকে উবুন্টু চালু করলে কাল স্ক্রীনে ^[[[[B^[[[[B^[[[[B^[[[[B^[[[[B^[[[[B.... এরকম টাইপ হতে থাকে। এই অবস্থায় রেখে দিলে একসময় হ্যাং হয়ে যায়, আর এরকম টাইপ হওয়ার শুরুতেই esc বা shift চাপলে স্বাভাবিক ভাবে উবুন্টু চালু হয় এবং কোন সমস্যা ছাড়া যতক্ষন ইচ্ছে ব্যবহার করা যায়। বুট রিপেয়ার, আনইনস্টল, ফ্রেশ ইনস্টল, কোন ভাবেই এই সমস্যার সমাধান করতে পারিনি। উল্লেখ্য লাইভ ইউএসবি থেকেও বুট করার সময় একই সমস্যা। EFI ইনস্টল থেকে CSM-এ কনভার্ট করে দেখেছি। হার্ডডিস্ক থেকে বুট করাতে পারিনি।

এই সমস্যার কি কোনও সমাধান আছে?

আমি যদি উবুন্টুর বদলে মিন্ট বা অন্য কোন লিনাক্স ডিস্ট্রো ইনস্টল করতে চাই তাহলেও কি একই সমস্যায় পড়ার সম্ভবনা আছে?

Re: উবুন্টু ঠিকমত বুট হচ্ছে না

disable secure boot from bios

Re: উবুন্টু ঠিকমত বুট হচ্ছে না

Re: উবুন্টু ঠিকমত বুট হচ্ছে না

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: উবুন্টু ঠিকমত বুট হচ্ছে না

অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ^[[[[B^[[[[B^[[[[B^[[[[B^[[[[B^[[[[B....  আসার অর্থ হল কোন একটা কি চাপ লেগে থাকছে।

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উবুন্টু ঠিকমত বুট হচ্ছে না